সরবজ্যোত সিং-কে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
Prime Minister congratulated Sarabjot Singh by phone

The Truth of Bengal : প্যারিস অলিম্পিকে মনু ভাকর এবং সরবজ্যোত সিং-এর জুটি শুটিং এ দ্বিতীয় পদক এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারতীয় মিশ্র শ্যুটিং জুটি – মনু ভাকের এবং সরবজ্যোত সিং -কে অভিনন্দন জানিয়েছেন৷ তিনি তাদের নিষ্ঠা ও ধারাবাহিকতার প্রশংসা করেন উল্লেখ করে যে এটি ক্রীড়া ইভেন্টে ভাকেরের টানা দ্বিতীয় পদক।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরবজ্যোত সিং-কে ফোন করে অভিবাদন জানালেন।
প্রধানমন্ত্রী ফোন করে বলেন “ আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি দেশের নাম বড় করেছেন, আপনার পরিশ্রম সফলতা পেয়েছে, মনুকেও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন”
#Olympics | PM @narendramodi spoke with Sarabjot Singh and congratulated him on his medal win today in the mixed 10M air pistol event. @mansukhmandviya @IndiaSports@MIB_India @PIB_India@AkashvaniAIR @Media_SAI #Paris2024 #Cheer4Bharat #OlympicGames #ddsports #ddfreedish… pic.twitter.com/hmXR62UyUB
— DD News (@DDNewslive) July 30, 2024
সিঙ্গেলসে সরবজ্যোত সিং এর পদক না পাওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “ আপনি একটুর জন্য সিঙ্গেলসে পদক পাননি, কিন্তু আপনার এবং মনুর সাথে যে ভাবে টিম পারর্ফম করছে, এত ভালো পারর্ফম করার রহস্যটা কি?
প্রধানমন্ত্রী আরও বলেন, “মনুকে আমার তরফ থেকে শুভ কামনা এবং আপনাকেও অনেক অনেক অভিনন্দন। আমাদের যত খেলোয়াড় আছে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন”।