খেলা

দৃষ্টিহীন সেজে একের পর এক পদক জয়, ধরা পড়তেই সব খোয়ালেন শাহানা

Pretending to be visually impaired, Shahana won medal after medal, but lost everything as soon as she was caught.

Truth of Bengal: আজারবাইজানের প্যারা অ্যাথালেট হিসেবে দারুন নজর কেড়েছিলেন শাহানা। পুরো নাম শাহানা হাজিয়েভা। কিন্তু কথায় আছে না, চোরের ঠুকঠাক, কামারের এক ঘা। শাহানার ক্ষেত্রেও ঘটল সে রকমই ঘটনা। এতদিন দৃষ্টিহীন সেজে বিশেষভাবে সক্ষমদের জন্য আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ছলনা বেশিদিন স্থায়ী হল না। ধরা পড়ে গেলেন শাহানা।

আসলে তিনি দৃষ্টিহীন নন, অন্যদের মতো স্বাভাবিকভাবেই দু চোখেই সমান দৃষ্টিশক্তি রয়েছে আজারবাইজানের এই জুডো খেলোয়াড়ের। শাহানা ধরা পড়ে গেলেন তাঁর চোখের পরীক্ষা করাতে গিয়েই।

বিশ্ব প্যারা জুডো খেলায় অংশগ্রহণের জন্য শাহানা তাঁর চোখের ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। সেখানে গিয়েই কাল হল তাঁর। হাঙ্গেরির চিকিৎসকরা শাহানার চোখের পরীক্ষা করার পরই জানিয়ে দেন, শাহানার দুটি চোখেই কোনও সমস্যা নেই। তাঁর দৃষ্টিশক্তি সম্পূর্ণ স্বাভাবিক। এই ঘটনা জানাজানি হওয়ার পরই বিশ্ব প্যারা জুডোর আসরে অংশগ্রহণ তো তাঁর বাতিল হলই, পাশাপাশি এতদিন যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তিনি পদক জয় করেছেন, তার সবগুলিই কেড়ে নেওয়া হবে জানিয়েছে বিশ্ব জুডো সংস্থা। পাশাপাশি আজীবন নিষিদ্ধও হতে পারেন বলে জানা গিয়েছে।

এদিকে শাহানার এমন প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সূত্রে জানা গিয়েছে, টোকিওর প্যারা অলিম্পিকে ৪৮ কেজি বিভাগে শাহানার জয় করা পদক কেড়ে নেওয়া হবে। এবং রুপোজয়ী ফ্রান্সের স্যান্ড্রিন মার্টনেটকে সোনাজয়ী হিসেবে ঘোষণা করা হবে।