
Truth Of Bengal : প্রত্যেক বছরের মতো চলতি বছরেও কলকাতা পুলিশের পরিচালনায় অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই উপলক্ষ্যে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মার পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ কর্তারা।
এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, চলতি বছরে কলকাতা পুলিশের পরিচালনায় সেভ ড্রাইভ, সেফ লাইফ-কে সামনে রেখে যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তা এবারে পঞ্চম বর্ষে পদাপর্ণ করবে। এবারের এই প্রতিযোগিতায় মোট ৩টি বিভাগ রাখা হয়েছে। ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি। আগামী ৯ ফেব্রুয়ারি এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। একই দিনে প্রকাশ করা হয় এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের দৌড় প্রতিযোগিতার রুট ম্যাপও। পাশাপাশি প্রকাশ করা প্রমোশন ভিডিও। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অনলাইনের মাধ্যমে তাঁদের নাম নথিভূক্ত করতে হবে। এই অনলাইনের উদ্বোধনও এদিন একই মঞ্চ থেকে করেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। এবং এই ম্যারাথনে প্রথম প্রতিযোগী হিসাবে মনোজ ভার্মা নিজের নাম নথিভূক্ত করেন।
এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে মনোজ ভার্মা বলেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাইকে পঞম বার্ষিকী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার জন্যও আহ্বান জানান তিনি।
নগরপাল আরও বলেন, ‘২০১৬ সালে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই চালু হয়েছিল ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’। তারপর থেকে শহরের পথ দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গিয়েছে। তবে পুলিশের একার পক্ষ থেকে এই কাজ করা সম্ভব নয়। জনসাধারণেরও উচিত পুলিশকে এই কাজে সহায়তা করা। পুলিশের পক্ষ থেকে রাস্তায় জনগণের নিরাপত্তার জন্য যে যে নিয়ম করা হয়েছে সেগুলি জনগণ মেনে চললেই দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে। এবং তার জন্য যে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল এই সেভ ড্রাইভ, সেফ লাইফ ম্যারাথন প্রতিযোগিতা।’