খেলা

প্লেয়ার অফ দ্য মান্থ বুমরা – স্মৃতি

Player of the Month Bumrah - Smriti

The Truth Of Bengal :  একদিকে জসপ্রিত বুমরা অপর দিকে স্মৃতি মান্ধানা। ভারতের দুই তারকায় ছিনিয়ে নিলেন আইসিসির জুন মাসের সেরা প্লেয়ারের তকমা। টেস্টে রানের পাহাড় গড়েছেন স্মৃতি। অপরদিকে বুমরা বিশ্বকাপে শিকারি বাঘের মতো ১৫ টি উইকেট শিকার করে সেরার সেরা হয়েছেন। জুন মাসে তাই সেরা এই দুজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে যারা নজির গড়েছেন তাদের মধ্যে অন্যতম জশপ্রীত বুমরা। তিনি মোট আট ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর মোট ১৫ উইকেট শিকার করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের ম্যাচেও ২ উইকেট নিয়েছিলেন বুমরা। টুর্নামেন্টের সেরা‌ বুমরা এবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন। ‌ পুরুষদের মধ্যে বুমরার মাথায় যেন নতুন পালক উঠলো। ‌ তেমন ভাবে মহিলাদের দিক থেকে প্লেয়ার অফ দ্য মান্থ হলেন স্মৃতি মান্ধানা । স্মৃতিরাও খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সতীর্থ ওপেনার শেফালি ভার্মার সাথে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের টেস্ট জয় নিশ্চিত করেন। তিনি হলেন প্লেয়ার অফ দ্য মান্থ । শেফালি – স্মৃতি এই জুটি ভারতের ইনিংসে প্রথম উইকেটের জন্য 292 রান করে । মান্ধানা মাত্র 161 বলে 149 রান করেন । অবশেষে 10 উইকেটে জিতেছিল ভারতীয় মহিলা টিম । আর এবার প্লেয়ার অফ দ্য মান্থ হ্ওয়ার পর স্মৃতি মান্ধানা বলেন , জুন মাসের জন্য আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হ্ওয়াতে আনন্দিত। তিনি আরো জানিয়েছেন , ভারতের হয়ে ম্যাচ জিততে আরও অবদান রাখবেন তিনি ।
অপরদিকে বুমরা জানান , তিনি জুন মাসের জন্য আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ মনোনীত হয়ে ভীষণ আনন্দিত । বুমরা আরো জানান , তিনি তার পরিবারকে ধন্যবাদ জানাতে চান , সঙ্গে তার সমস্ত সতীর্থ এবং কোচ এবং সেইসাথে ভক্তদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা তার পাশে ছিলেন। ভারতের দুই তারকা একসঙ্গে প্লেয়ার অফ দ্য মান্থ হলেন। যা গর্বের তাদের কাছে।

Related Articles