খেলা

তরুণ ব্রিগেডের সঙ্গে ছবি পোস্ট রোহিতের

Photo post of Rohit with Tarun Brigade

The Truth of Bengal: সিরিজের প্রথম ম্যাচে হার সত্ত্বেও রোহিত ব্রিগেডের ঘুরে দাঁড়াতে অসুবিধা হয়নি।  পরের ম্যাচগুলোতে জয়লাভ করেছে ভারতীয় টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোর দাঁড়ায় ৪-১ । গোটা সিরিজে ছিলেন না বিরাট কোহলি। মাঝে চোট আঘাতে  ছিটকে গিয়েছিল একাধিক খেলোয়াড়।  রোহিত শর্মাকে ভরসা করতে হয়েছিল তরুণ ব্রিগেডের উপরেই। এবার  এই জয়ের পর তরুণ তিনটি নিয়ে মেতে উঠেছে রোহিত শর্মা। তরুণ খেলোয়াড়দের সঙ্গে একসাথে দাঁড়িয়ে ছবিও তুলেছেন রোহিত সঙ্গে তা তিনি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে ।

সঙ্গে লিখেছেন , গার্ডেন মে ঘুমনে ওয়ালে বন্দে। অর্থাৎ বাগানের বাউন্ডুল  ছেলেরা। একের পরে খেলোয়াড়রা চৌঠাগাতে ছিটকে যাওয়া এবং বিরাট কোহলির না থাকা বেশ ভাবিয়েছে রোহিত শর্মাকে তারপরেও জয়লাভ করেছে ভারত। এর নেপথ্যে  রোহিত শর্মা তো রয়েছেন। তার পাশাপাশি রয়েছেন তরুণ খেলোয়াররা।  যে ছবি ভাইরাল হয়েছে সেখানে  রোহিতের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে  যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, শুভমন গিল এবং সরফরাজ খানকে।  হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ।

ধরমশালা টেস্টের তৃতীয় দিনেই শেষ হয়ে গেছে  ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট । ধরমশালার পিচে অশ্বিনের দুরন্ত ঘূর্ণিতে কাবু হয়ে পড়ে  বেন স্টোকসদের দল। পাঁচ ম্যাচের সিরিজে তিনটিতে জয় পেয়ে আগেই সিরিজ জিতে গিয়েছিলেন রোহিত শর্মারা। এবার ফাইনাল টেস্টেও ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল ভারত । ১৯৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস । আর এই জয়ের পর খোশ মেজাজে রয়েছেন খেলোয়াড়রা। রোহিতের সঙ্গে ও খোশ মেজাজেই রয়েছেন  তরুন খেলোয়াড়রা ।

Related Articles