অশালীন অঙ্গভঙ্গি করার জন্য শাস্তির খাঁড়া রোনাল্ডোর উপর
Penalty for indecent gesture on Ronaldo

The Truth of Bengal: রোনাল্ডো মাঠে নামলেই করেন নতুন নতুন রেকর্ড। কয়েকদিন আগে সৌদি প্রো লিগে আল সাবাবের বিপক্ষে খেলতে নেমেছিলো রোনাল্ডোর দল। আল নাসের এই ম্যাচে আল সাবাবের বিপক্ষে তিন গোল করে। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩ – ২। রোনাল্ডো একটি মাইল ফলক স্পর্শ করেছেন তা হলো ক্লাব ফুটবলে ৭৫০ গোল ছিল এটি তার। সঙ্গে রোনাল্ডো ম্যাচের মাঝে যে অঙ্গভঙ্গি করেছিলেন তাতে অস্বস্তিতে পড়েছে তার দল আল নাসের। অশালীন অঙ্গভঙ্গি করার জন্য এবার রোনাল্ডোকে নির্বাসন করা হয়েছে। সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি এন্ড এথিক্স কমিটি তাকে ত্রিশ হাজার সৌদি রিয়িল জরিমানা করেছে।
সঙ্গে সামনের ম্যাচের জন্য তাকে নিষেধ করে দেওয়া হয়েছে ৩৯ বছর বয়সেই পর্তুগিজের এই তারকা সামনের ম্যাচে খেলতে পারবেন না। গত রবিবার আল সাবাবের বিরুদ্ধে দলকে জেতানোর পাশাপাশি যে নজির করেছিলেন রোনালদো তাতে খুশি আল নাসের কর্তৃপক্ষ। কিন্তু দর্শকেরা তাকে দেখে মেসি মেসি আওয়াজ করায় তিনি দর্শকদের দিকে যে অঙ্গভঙ্গি করেছেন তাতে অপমানিত হয়েছেন দর্শকেরা।
তারপরেই রোনাল্ডোর বিরুদ্ধে এই ব্যবস্থাপনা গ্রহণ করেছে সৌদি ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি এন্ড কমিটি। এর আগেও রোনালদোকে বিভিন্ন ম্যাচের সময়ে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে সে সবকিছুই ভাইরাল হয়েছে এবারও তার অঙ্গভঙ্গি ভাইরাল হয়েছে আর তারপরেই রোনালদোকে নিয়ে নানান রকম কটাক্ষ করেছে দর্শকেরা নানান কটাক্ষ হজম করতে হয়েছে তাকে। তাকে নিয়ে তুমুল সমালোচনার পর সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি এন্ড এথিক্স কমিটি তাকে একটা ম্যাচে বরখাস্ত করেছে।