প্যারা – অলিম্পিক্সে ইতিহাস! ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল
Paralympics history! Preeti Pal won bronze in 100m race

Truth Of Bengal : প্রথমে এয়ার রাইফেল বিভাগ, তারপর ট্রাক এন্ড ফিল্ড। ভারত প্যারা – অলিম্পিক্সে পরপর তিনটি পদক জয়লাভ করল। এবার উত্তরপ্রদেশের মেয়ে ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন।
𝐍𝐞𝐰𝐬 𝐅𝐥𝐚𝐬𝐡: 𝟑𝐫𝐝 𝐦𝐞𝐝𝐚𝐥 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐚𝐭 𝐏𝐚𝐫𝐢𝐬 𝐏𝐚𝐫𝐚𝐥𝐲𝐦𝐩𝐢𝐜𝐬 🔥
Preethi Pal wins Bronze medal in 100m (T35) clocking her PB 14.31s @afiindia #Paralympics2024 #Paris2024 pic.twitter.com/0Ge5JqW78h
— India_AllSports (@India_AllSports) August 30, 2024
প্যারিস প্যারা – অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত। পরপর তিন পদক জিতল ভারতীয় প্রতিযোগিরা। এয়ার রাইফেল বিভাগে যুগ্মভাবে পদক জিতলেন ভারতের দুই অ্যাথলিট। তার কিছুক্ষণ পরেই ভারতের আরো এক প্রতিযোগি জিতলেন ব্রোঞ্জ। প্রীতি পাল ১০০ মিটার দৌড়ে ট্রাক অ্যান্ড ফিল্ডে জিতলেন ব্রোঞ্জ । ভারতের ঘরে এলো একটি সোনা একটি ব্রোঞ্জ। সোনা জিতলেন অবনী লেখারা । ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এর এস এইচ ওয়ান বিভাগে নেমেছিলেন অবনী। সেখানে নিখুঁত লক্ষ্যভেদ করেন তিনি। গত টোকিও প্যারা অলিম্পিক্সেও সোনার পদক উপহার দিয়েছিলেন ভারতের এই অ্যাথলিট। তাকে ঘিরে দেশবাসীর মধ্যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করলেন অবনী। ফাইনালে অবনীর স্কোর ছিল ২৪৯.৭। অবনীর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার উনরি লি জিতেছেন রূপো।
তাঁর স্কোর ২৪৬.৮। অর্থাৎ ভারতীয় প্রতিযোগি অবনী প্রায় ৩ পয়েন্ট বেশি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগির থেকে । অপর দিকে ভারতের আর এক প্রতিযোগি মোনার পয়েন্ট ২২৮.৭। প্যারিসের বুকে ভারতের দুই প্রতিযোগি প্যারা – অলিম্পিক্সে প্রথম পদক জিতে ওড়ালেন তেরঙ্গা। পৃথিবীতে কোন কিছুই যে অসম্ভব নয় ইচ্ছা থাকলেই যে সব বাধাকে পার করা যায় সেটাই প্যারিসের বুকে প্রমাণ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগি গিয়েছেন । প্যারিসে নিজের দক্ষতা প্রমাণ করবেন।
প্যারা – অলিম্পিক্সে এবারে ৮৪ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। ৮ সেপ্টেম্বর অবধি এই প্রতিযোগিতা থেকে আরো বেশ কয়েকটি পদক আসবে বলেই মনে করা হচ্ছে । জয়পুরের বাসিন্দা ২২ বছরের অবনী লেখারা এর আগে ২০২২ সালে ফ্রান্সে আয়োজিত প্যারা শুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন। ফল তো তাকে নিয়ে আশা ছিলই দেশবাসীর । সেই আশা পূরণ করলেন তিনি। অপরদিকে ব্রোঞ্জ জয়ী মোনা রাজস্থানের শুটার।
গত বছর বিশ্বকাপে সোনা জিতেছিলেন । ভারতের তিন প্রতিযোগী এদিন প্রত্যাশা পূরণ করায় খুশির আমেজ গোটা দেশ জুড়ে।