
Truth Of Bengal: আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা। তারপরই মরুশহরের ২২ গজে পরস্পরের মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক রিজওয়ান আহমেদ। এদিকে ফখর জামানের পরবর্তে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন ইমাম-উল হক। তবে ভারতীয় দলে কোনও পরিবর্তন করেননি কোচ গৌতম গম্ভীর।
ভারতীয় দলঃ রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব এবং হর্ষিত রানা। অর্থ্যাৎ পুরেনা তিন স্পিনারকেই রেখে দেওয়া হল। পাকিস্তান দল- মহম্মদ রিজওয়ান, বাবর আজম, আগা সলমন, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ।
যেহেতু নিউজিল্যান্ড ম্যাচে গুরুতর চোট পেয়ে ফখর জামান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটেক গিয়েছেন তাই তাঁর বদলে নতুন খেলোয়াড় হিসাবে অন্তর্ভূক্তি করানো হয়েছে ইমাম-উল হককে। রবিবারের মহারণে পাক দলের প্রথম একাদশে স্থানও পেয়েছেন তিনি।