এক ম্যাচ বাকি থাকতেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের
Pakistan win the series against the Proteas with one match to spare

Truth Of Bengal: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুড়ে নিল পাকিস্তান।
নিউল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ৪৯.৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩২৯ রান। পাক দলের বিপক্ষে সর্বাধিক ৮০ রান করেন মহম্মদ রিজওয়ান। দ্বিতীয় সর্বাধিক ৭৩ রান করেন বাবর আজম। এছাড়া উল্লেখযোগ্য রান করেন কামরন গুলাম-ও। তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৩ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কিউওয়ানা ঝুলিতে পোড়েন ৪টি উইকেট। জানসেন নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাক বোলারদের বিপদের মুখে পড়েন প্রোটিয়া ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ৯৭ রান করেন হানরিচ ক্লাসেন। এবং তারপর দ্বিতীয় সর্বাধিক ৩৪ রান করেন টনি জর্জি। বাকি আর কোনও ব্যাটসম্যান-ই সেভাবে পাক বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
পাকিস্তান বোলারদের মধ্যে ৮ ওভারে ৪৭ রান দিয়ে চারটি উইকেট দখল করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। শাহিনের পর তিনটি উইকেট নেন নাশিম।