খেলা

ভারতীয় দাবা দলের পাশে ভারতীয় পতাকা হাতে পাক দাবা দল, ভাইরাল ভিডিও

Pak chess team holding Indian flag next to Indian chess team, viral video

Truth Of Bengal: বুদাপেস্টে অনুষ্ঠিত FIDE চেস অলিম্পিয়াড 2024-এ অংশগ্রহণকারী পাকিস্তানি দাবা দলটির সাথে দেখা করল ভারতীয় দাবা দল। এবার সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্যান্য ভারতীয় সদস্যদের সাথে পাকিস্তান দাবা দলও ভারতীয় দলের পতাকা ধরে রয়েছে। ভারত এবারের দাবা খেলায় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই স্বর্ণপদক জয় করেছে। এটি ছিল FIDE দাবা অলিম্পিয়াডে ভারতের প্রথম স্বর্ণপদক। এর আগের বার তাঁরা তাঁদের ব্রোঞ্জ পদক জিতেছিল। অতয়েব বলাই যায় তাঁদের এবারের পারফরম্যান্স আগের পারফরম্যান্সকেও টেক্কা দিয়েছে।

Related Articles