খেলা

এই ডিফেন্স নিয়ে মোহনবাগানকে হারানোর স্বপ্ন না দেখাই ভাল অস্কারের

Oscar should not dream of beating Mohun Bagan with this defense.

Truth Of Bengal: অলোক মুখোপাধ্যায় : সোমবার আইএসএল-এ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি এফসি। এই ম্যাচে প্রথম থেকেই লাল-হলুদ রক্ষণের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকেন মুম্বই ফুটবলাররা। একদম সঠিক সিদ্ধান্ত ছিল মুম্বইয়ের। কেননা যে দলের ডিফেন্স এত নড়বড়ে সেই দল যে এমনিতেই প্রতিপক্ষের থেকে পিছনে থাকবে এটাই স্বাভাবিক। মুম্বইয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কপাল ভাল প্রথমার্ধেই চার গোল হজম করেনি ইস্টবেঙ্গল।

যাই হোক, দ্বিতীয়ার্ধে মহেশ, নিশুকে নামাতেই ইস্টবেঙ্গলকে খেলায় ফিরতে দেখে সত্যিই খুব ভাল লাগছিল। মনে হচ্ছিল যেন এটাই আসল ইস্টবেঙ্গল খেলছে। অস্কারের দুটো পরিবর্তনে এবং আক্রমণাত্মক ফুটবল দর্শনই অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মুম্বইকে। ডেভিডের অসাধারণ গোলটাও, মনে থাকবে অনেকদিন।

কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হল ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স। দুই গোলে পিছিয়ে থাকা একটা দল যখন সমতায় ফিরল, তখন তাঁদের ডিফেন্স কেন এইভাবে ব্রেক করবে। কেন আত্মবিশ্বাস কিংবা বন্ডিং থাকবে না চার ডিফেন্ডারদের মধ্যে। এটা বলতে দ্বিধা নেই ওঁদের ভুলেই পয়েন্ট হাতছাড়া করল লাল-হলুদ।

শুধু হিজাজিকে একা দোষ দিয়ে লাভ নেই। এই গোলের ক্ষেত্রে কিছুটা হলেও দায়ী থাকবে আনোয়ারও। কেন ওইভাবে ফাইনাল ট্যাকেল করতে গিয়ে ছিটকে গেল। ওঁর মতো একটা ডিফেন্ডারের কাছে এটা আসা করা যায় না। হিজাজি যে যথেষ্ট স্লো প্লেয়ার এটা আনোয়ার বা হেক্টর জানে, কাজেই ওখানে ফাইনাল ট্যাকেলে না এসে ব্যালান্স করলে বলটা কখনই গোল হয় না। তারপর তো সারা খেলায় একের পর এক ভুল। চোখে দেখা যায় না। আমার এক এক সময় মনে হয়, এই ডিফেন্ডাররা কোন জায়গায় দাঁড়াতে হবে সেটাও ঠিকমতো জানেন না। ফলে এঁদের নিয়ে বেশি স্বপ্ন না দেখাই ভাল।

এর পরের ম্যাচটাই ডার্বি। অতীতে অনেক ইতিহাস আছে, অপেক্ষাকৃত কম শক্তিশালী দল নিয়েই ডার্বি জয় করেছে ইস্টবেঙ্গল। কিন্তু এখন এই দলটা নিয়ে আমার মনে হয় ডার্বি জয়ের স্বপ্ন না দেখাই ভাল। বিশেষ অস্কারের দলের রক্ষণভাগের যখন এমন ভঙ্গুর অবস্থাই ডার্বিতে প্রতিপক্ষের থেকে পিছনে ফেলে দেবে ইস্টবেঙ্গলকে।

তবে এটাও ঠিক, ডার্বি ম্যাচ সম্পূর্ণ আলাদা। তবে ইস্টবেঙ্গলকে জিততে গেলে সবকিছু ছাপিয়ে অসাধারণ ফুটবল খেলতে হবে। জানিনা সৌভিকরা সেটা পারবেন কি না। যদি পারেন, তাহলে তো অবশ্যই সেটা নজির হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

Related Articles