মেলবোর্নে হাফ সেঞ্চুরি হাঁকিয়েই নীতিশ এখন পুষ্পা
Nitish is now in bloom after scoring a half-century in Melbourne

Truth Of Bengal: চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই নজর কেড়েছিলেন ভারতীয় ক্রিকেটার নীতিশ রেড্ডি। মেলবোর্নে প্রথম ইনিংসে যখন ভারতীয় দল খাদের কিনারায় দাঁড়িয়ে, সেই সময় ব্যাট হাতে বুক চিতিয়ে অজি বোলারদের বিরুদ্ধে লড়াই করলেন নীতিশ। হাঁকালেন হাফ সেঞ্চুরিও। এর সঙ্গে সঙ্গে নীতিশ অজি বোলারদের বুঝিয়ে দিলেন, ভারতীয় শিবিরের পুষ্পা এখন তিনিই।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই দূরন্ত ছন্দে ছিলেন। কিন্তু তাঁর কাছে অর্ধশত রান ছিল অধরাই। শনিবার মেলবোর্নে ব্যাট হাতে ক্রিজে এসেই ভারতীয় শিবিরের পুষ্পা দেখিয়ে দিলেন, তিনি ঝুঁকেগা নেহি। লড়াই করতেই তিনি বেশি পছন্দ করেন। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেই নীতিশ কাছে তাঁর ব্যাট নিয়ে গিয়ে যেন মনে করিয়ে দিলেন পুষ্পা চলচ্চিত্রের সেই অল্লু অর্জুনকে। সিনেমায় যেভাবে অল্লু থুতনির নীচে হাত রেখে বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। নীতিশ যেন মেলবোর্নে সেটাই করলেন।
তবে নীতিশের আগে পুষ্পার মত একই আচরণ করেছিলেন বর্তমানে জাতীয় দলে তাঁরই সতীর্থ রবীন্দ্র জাদেজা। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার পর এইরকম সেলিব্রেশন করেছিলেন জাড্ডু। এবার তাঁকেই অনুসরণ করে পুষ্পা-২-র অল্লুর মত সেলিব্রেশন করলেন ভারতীয় ক্রিকেটের নব তারকা নীতিশ রেড্ডি।