খেলা

লেস্টার সিটির কোচের দায়িত্বে নিস্তলরয়

Nistlerroy appointed Leicester City coach

Truth Of Bengal: রুড ফন নিস্টেলরয়কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। সম্প্রতি হতাশজনক পারফরম্যান্সের কারণেই লেস্টার সিটি তাদের কোচের পদ থেকে স্টিভ কুপারকে বরখাস্ত করে। এরপরই লেস্টারের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে একটা আলোচনা চলছিলই। অবশেষে ম্যান-ইউয়ের প্রাক্তন কোচের নামের পাশেই শীলমোহর দিলেন লেস্টার টিম ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, গত ম্যাচে চেলসির কাছে হারের পরই, বিভিন্নভাবে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন স্টিভ কুপার। এর পাশাপাশি দলের অন্যতম ডিফেন্ডার ভেস্তারগার্ডকে কোনও কারণ ছাড়াই অনুশীলনের বাইরে রেখেছিলেন তিনি। যা ভালভাবে নেননি লেস্টার কর্তৃপক্ষ। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন কর্তাদের পাশাপাশি খেলোয়াড়দেরও বিষ নজরে পড়েছিলেন কুপার। তার ফলেই চাকরি গেল তাঁর।

উল্লেখ্য, লেস্টারের দায়িত্ব পাওয়া প্রাক্তন ডাচ ফুটবলার নিস্তলরয় এর আগে ম্যান-ইউয়ে এরিক টেন হ্যাগের সহকারী হিসেবে প্রথমে দায়িত্ব সামলালেও পরবর্তীতে স্বল্পকালীন সময়ে কোচেরও দায়িত্ব সামলেছেন। কিন্তু এরপর রুবেন ম্যান-ইউয়ের দায়িত্ব নেওয়ার পর ওল্ড ট্রেফোর্ডের ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়ান এই কোচ।

সূত্রের খবর, ২০২৭ সাল অবধি নিস্তলরয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে তাঁর। নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে নিস্তলরয় জানান, আমার দারুণ আনন্দ হচ্ছে। আশাকরি এই ক্লাবের নতুন দায়িত্বে আমি সাফল্য এনে দিতে পারব।