খেলা

১২ বছর পর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ

Neymar's return match for Santos after 12 years

Truth Of Bengal : নেইমারের বড় ভক্ত ২০ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার গ্যাব্রিয়েল বোনতেম্পো। কেউ কেউ তাঁকে ‘পরবর্তী নেইমার’ হিসাবেও দেখেন। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বুধবার ক্যাম্পেওনাতো পলিস্তায় বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে কোচের ডাকে বোনতেম্পোর খুশি মনেই মাঠ ছাড়ার কথা। তাঁর জায়গায় বদলি হিসাবে নামলেন যে তাঁরই আদর্শ নেইমার। সেটাও আবার প্রায় ১২ বছর পর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ। বোনতেম্পো বাকি জীবন নিশ্চয়ই এই ম্যাচটা মনে রাখবেন।

মনে রাখবেন নেইমারও। তাঁর বাবা নেইমার সিনিয়রের ভাষায়, এ ম্যাচ দিয়ে ছেলের ‘শেষের চক্র’ শুরু হল। ভিলা বেলমিরোর গ্যালারিতে বসে সান্তোসে ছেলের দ্বিতীয় অভিষেক দেখেছেন সিনিয়র। সেখানেই ম্যাচ শুরুর আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এ কথা। আর ম্যাচে নেইমার বেশ ভালও খেলেছেন। দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন। হয়েছেন ম্যাচ সেরাও। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো।

চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন, তিনি এখনো শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ মাঠে পুরো ছন্দে ফিরতে ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড আরেকটু সময় চাইলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভাল অনুভব করব।’

Related Articles