খেলা

 প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী সূচি

Next UEFA Champions League schedule has been published

Truth Of Bengal :  শুক্রবার প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী সূচি। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৪, ৫, ১১ এবং ১২ মার্চ। ৮, ৯, ১৫, ১৬ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনাল খেলা। এবং ফাইনাল অনুষ্ঠিত হবে  ৩১ মে। উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচেও হতে চলেছে মাদ্রিদ ডার্বি।

সুইজারল্যান্ডের লিওন হাউস অফ ইউরোপিয়ান ফুটবলে শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ করা হয়। এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন সাংবাদিক পেদ্রো পিন্তো। পুরো ড্র পরিচালনা করেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মারকেত্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় ২০০০-২০০১ মরশুমের জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে শিরোপা জয় করা নেইমারদের স্বদেশীয় জিওভানি এলবারকে।

এক নজরে দেখে নেওয়া যাক প্রি কোয়ার্টার ফাইনালে কে কবে কার বিরুদ্ধে মাঠে নামবে।

প্রি কোয়ার্টার ফাইনাল

পিএসভি বনাম লিভারপুল

ক্লাব ব্রুজে বনাম অ্যাস্টন ভিলা

রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

বেনফিকা বনাম বার্সেলোনা

বুরশিয়া ডর্টমুন্ড বনাম লিলে

বায়ার্ন মিউনিখ বনাম বায়ার্ন লেভারকুসেন

ফেইনুর্ড বনাম ইন্টার মিলান

Related Articles