খেলা

রুবিয়ালেসের চুমু বিতর্কে নয়া মোড়, কড়া শাস্তির মুখে মহিলা ফুটবলার …

New Twist in Rubiales Kiss Controversy

The Truth Of Bengal: স্পেন ফুটবলের চুমু কান্ড মনে আছে আপনাদের ? মহিলাদের ফুটবল বিশ্বকাপ জিতে স্পেনের মহিলারা একেবারে তাক লাগিয়ে দিয়েছিল। তখনই  খবরের শিরোনামে এসেছিল রুবিয়ালেস। কারণ হেড মুসাকে তিনি চুমু খেয়েছিলেন। সে ঘটনায় তদন্ত শুরু করেছিল ফিফা। আর এবার ফিফার তরফ থেকে জানানো হলো ,রুবিয়ালেস শুধুমাত্র হেরমোসোকে নয় ,এর আগেও বেশ কয়েকজন মহিলা ফুটবলার কে আপত্তি থাকা সত্ত্বেও চুমু খেয়েছিলেন। এবার ফিফার তরফ থেকে রবিয়ালেসের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব।

মেয়েদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সে কারণে তারা খবরের শিরোনামে এসেছিল। তাছাড়াও সে সময় স্পেন আরো একটা কারণে খবরের শিরোনামে আসে তা হচ্ছে  চুমু বিতর্ক। এ কারণে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে । ফিফা তরফ থেকে করা হয়েছিল তদন্ত। যদিও তার আগেই প্রেসিডেন্টের পর থেকে সরে গিয়েছিলেন লুইস । ফিফার তদন্ত কমিটি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে জানতে পারে এর আগেও লুইস এরকম ভাবে মহিলা ক্রিকেটারদেরকে চুমু খেয়েছিলেন। এবার নিজের কি শাস্তি হয় সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব কারণ লুইসের অপরাধ গর্হিত।

স্পেন জয়লাভ করার পরপুরস্কারের মঞ্চে হেরমোসোকে চুমু খান , যা অনেকেরই নজরে পড়েছে । তার পর থেকেই চলছিল জোড় চর্চা । এর আগে বেশ শাস্তির মুখে পড়েছিলেন রুবিয়ালেস । এবার আরো কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন  রুবিয়ালেস ।   তার যে কর্মকাণ্ড তা কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল ।  ভিডিওতে দেখা গিয়েছিল  অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুই হাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন । রুবিয়ালেসের চুমু খাওয়াতে আপত্তি তে পড়তে দেখা যায় হেরমোসোকে । তা নিয়ে সরগরম স্পেন।

উল্লেখ্য , গত ২০ অগষ্ট  সিডনির অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেনের মহিলা ফুটবল দল। তারে কর্মকাণ্ড  নিন্দায়  সরব ফুটবল বিশ্ব তবে ফিফার তরফ থেকে এবার কি পদক্ষেপ করা হয় সেদিকেই নজর সকলের । এর আগে রুবিয়ালেস বহু সাফাই দেবার চেষ্টা করেছিল যা ধোঁপে টেকেনি।  শেষ পর্যন্ত তার প্রেসিডেন্টের পথ যেমন খারিজ হয় তেমনি ফিফার তরফ থেকেও তদন্ত শুরু করা হয়।

Free Access

Related Articles