খেলা

নতুন খেলোয়াড় আসতে চলেছে ইস্টবেঙ্গলে?

New players coming to East Bengal?

The Truth of Bengal :  গত কয়েক মরশুম যাবত খুব একটা ভালো কাটছে না ইস্টবেঙ্গল-এর। জাতীয় স্তরে সাফল্য বলতে এই মরশুমে সুপার কাপ। কিন্তু সেখানেও অনেক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলয়াড় জাতীয় দলের শিবিরে ছিল। ইস্টবেঙ্গলের মহেশ আর লালচুংনুঙ্গা ছাড়া সব খেলোয়াড়ই ছিল। সুপার কাপে বেশ ছন্দে ছিল কুয়াদ্রাত বাহিনী৷  উল্লেখ্য, ডুরান্ড কাপে ফাইনাল খেলছিল ইস্টবেঙ্গল৷ মোহনবাগানের কাছে ১-০ গোলে হারতে হয়। সুপার কাপের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল এবছর আইএসএলেও ভালো কিছু করবে। কিন্তু আইএসএলে আবার আশাহত করে তাঁরা। এবছরের মতোন আইএসএল-কে বিদায় জানাতে হয়ছে। তাই এখন আইএসএলের পারফরম্যান্স ভুলে গিয়ে এএফসিতে ঘুরে দাঁড়ানোর লড়াই কুয়াদ্রাত বাহিনীর৷ এবছর মূল যে সমস্যা গুলিতে ভুগেছে যার মধ্যে নম্বর ৯ পজিশনের সেরকম খেলোয়াড় না থাকা। যে সাইড উইং দিয়েও বেশ ভালো আক্রমণ শানাতে পারবে। সেরকমই একটি খেলোয়াড়-কে সই করানোর জন্য ইস্টবেঙ্গল চেষ্টা করছে।

খেলোয়াড়টির নাম রবসন আযেভেদো দ্যা সিলভা যিনি বহুল পরিচিত রবিনহো নামে। ব্রাজিলের এই খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। তিনি ইতিমধ্যে বিপিএলে  ১১ ম্যাচে ৮ গোল ৮ অ্যাসিস্ট করেছেন।  এএফসি কাপে ৫ ম্যাচে ২ গোল ২ অ্যাসিস্ট করেছেন। এই বছরই ৩১ শে আগস্ট তার সাথে চুক্তি শেষ হবে বসুন্ধরার।

সূত্র মারফত এর মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং ইস্টবেঙ্গলর সিটিও ইংল্যান্ড গিয়ে খোদ রবিনহোর সঙ্গে কথা বলছেন। হয়তো ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে রবসনের খেলা দেখে তাঁকে ইস্টবেঙ্গলের প্রস্তাব দেওয়া হতে পারে।

 

Related Articles