নীরজের চিন্তার কারণ ম্যাক্স! প্যারিস অলিম্পিকে মুখোমুখি নীরজ-ম্যাক্স
Neeraj-Max at Paris Olympics

The Truth Of Bengal : এবার প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়ার মুখোমুখি হবে ১৯ বছর বয়সী জার্মান তরুণ ম্যাক্স ডেহনিং। জার্মান উইনটার থ্রোয়িং চ্যাম্পিয়নশিপসে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়েছেন তিনি। এই তরুণ ৯০ মিটারেরও বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়ার নজির গড়েছেন। আর সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক্স। সেখানে যাওয়ার আগে তার আত্মবিশ্বাস যে বাড়ল তা একেবারে স্পষ্ট। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া এখনো ৯০ মিটার ছুঁতে পারেননি। এবার তিনি প্যারিস অলিম্পিক্সে নিজের স্বপ্ন পূরণ করবেন ৯০ মিটার পর্যন্ত জাভলিন ছুঁড়ে। সঙ্গে দেশকে পদক উপহার দিতে চান। সেই নীরজের মুখোমুখি হতে চলেছেন এই তরুণ যে নজির গড়েছেন। জার্মান উইনটার থ্রোয়িং চ্যাম্পিয়নশিপসে ৯০.২০ মিটার পর্যন্ত ছুড়েছেন। এই প্রতিযোগিতাতেই তিনি তার আগের দিন ছুঁড়েছেন ৭৮.৯ মিটার পর্যন্ত জ্যাভলিন। এই নজির কি নীরজের জন্য একটুও চিন্তা বাড়ালো? তবে বিশেষজ্ঞরা বলছেন এই তরুণের মুখোমুখি হয়ে নীরজকে বেশ চাপের মুখে পড়তে হবে ।
এদিকে নীরজ চোপড়া প্রস্তুতির জন্য বিদেশ সফরে রয়েছেন। বিদেশেই তিনি করছেন প্রাকটিস। সেকারণে তিনি তার ট্রেনিং বেসও সরিয়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন তুরস্কের আন্টালিয়াতে এমনটাই জানা গিয়েছিল। গত বছরের ৫ ডিসেম্বর থেকে তার বিদেশের মাটিতে শুরু হয়েছে তার প্রাকটিস। পচেস্ট্রুমেও করেছেন প্র্যাকটিস।
প্যারিস অলিম্পিক্সের এই প্রতিযোগিতায় ম্যাক্স যে প্রতিযোগিদেরকে বেশ চাপে রাখবে তা একেবারেই স্পষ্ট। এবছর প্যারিস অলিম্পিকসে জায়গা করে নেওয়ার জন্য ৮৩ মিটার দূরত্বকে রাখা হয়েছিল জ্যাভলিনের ক্ষেত্রে সেটা পার করেছেন ম্যাক্স।
FREE ACCESS