ঘাড়ের চোট, প্রথম টেস্টের বাকি সময়টা হয়ত মাঠের বাইরেই শুভমন?
এদিকে তাঁকে ঘিরে জল্পনা ছিলই যে, প্রথম টেস্টের বাকি ম্যাচগুলিতে অধিনায়ক মাঠে নামতে পারবেন কি না।
Truth Of Bengal: শনিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে আচমকাই ঘাড়ে চোট পান অধিনায়ক শুভমন গিল। তারপর আর মাঠে নামতে পারেননি টিম ইন্ডিয়ার দলনেতা। তারপরই শুভমনকে নিয়ে চিন্তায় ছিলেন দলের কোচ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। এমনকি শুভমনকে নিয়ে আর দেরি না করে সোজা হাসপাতালে যাওয়া হয়। এরপর আর শুভমন মাঠে নামতে পারেননি।
এদিকে তাঁকে ঘিরে জল্পনা ছিলই যে, প্রথম টেস্টের বাকি ম্যাচগুলিতে অধিনায়ক মাঠে নামতে পারবেন কি না। বিশ্বস্ত সূত্রের খবর, শুভমনকে রবিবারও নাকি মাঠে নামানোর অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। তাঁকে এখনও অবজারভেশনে থাকতে হবে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রবিবার দিনই শুধু নয়, এই ম্যাচের বাকি দিনগুলিতে হয়ত শুভমনকে ছাড়াই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে।
শুভমনের চোট প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টিম ইন্ডিয়ার অধিনায়কের ঘাড়ে এখনও ব্যথা রয়েছে। এবং দলের মেডিক্যাল টিমের সদস্যরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন। তবে রবিবার বা এই টেস্টের বাকি ম্যাচগুলিতে শুভমন খেলতে পারবেন কি না, তা কিন্তু বোর্ডের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে জানানো হয়নি।






