খেলা

‘কিংবদন্তি হলেও আমার অ্যাকশন বুঝতে পারতেন না’! রাহুলকে খোঁচা মুরলীধরনের

Muttiah Muralitharan comment on Rahul Dravid

The Truth of Bengal: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তিনি ক্রিজে থাকলে বোলারদের ঘাম ছুটতোই। এইজন্য তিনি ‘দ্য ওয়াল’ বলেও বেশ পরিচিত ছিলেন। কিন্তু এই কিংবদন্তি ক্রিকেটার নাকি মুথাইয়া মুরলীধরনের অ্যাকশনই বুঝতে পারতেন না। এমনই দাবি শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনারের।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে মুরলীধরন বলেন, তাঁর নজরে দ্রাবিড় অবশ্যই একজন কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু শচিন তেন্ডুলকার, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগরা তাঁর বোলিং অ্যাকশন বুঝতে পারতেন কিন্তু দ্রাবিড় সেটা বুঝতে পারতেন না। এমনকী তিনি ছাড়াও ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটারও আমার বোলিং বুঝতেন না।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটার সর্বোচ্চ উইকেট শিকারি মুরলিধরন। তিনি ৮০০-এর মাইলফলক ছুঁয়েছেন। কিন্তু দ্রাবিড়কে নিয়ে এধরনের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার ছাড়াও ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। তিনি এর প্রত্তুতরে বলেছেন, মুরলিধরন ভালোই বল করতেন, কিন্তু ও কত ভালো টার্ন করাতে পারত, সেটা আমার দলের সব ব্যাটসম্যানই বুঝতে পারত।

Related Articles