
The Truth of Bengal: হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্স থেকে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তার কিছু দিনের মধ্যেই বড়সড় পরিবর্তন হয়েছে। রোহিত শর্মা নন মুম্বাই ইন্ডিয়ান্স কে নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। আর এই খবর ছড়িয়ে পরার পরই এক্সেও হয়েছে পরিবর্তন । এক্ষেত্রে ভূমিকায় রয়েছেন সমর্থকেরাই। তারা সরে গেছেন মুম্বাইয়ের পেজ থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স এর ফলোয়ার সংখ্যা 4 লক্ষ কমে গেছে। যা নজির বিহীন। আগে এক্সে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা ছিল আট দশমিক ছয় মিলিয়ন। আর এখন এক্সে মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে আট দশমিক দুই মিলিয়ন। এখানেই থেমে নেই। সমর্থকেরা আগুন জ্বালিয়ে দেখাছেন বিক্ষোভ।
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি মাটিতে ফেটে পা দিয়ে মারানো থেকে শুরু করে জার্সি তে আগুন ধরিয়ে দেওয়া ; সব্ই করছেন। এই বিক্ষোভ যেন ধীরে ধীরে বাড়ছে। ক্ষোভে ফুঁসছে সমর্থকেরা ।কারণ এর আগে রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩ ,২০১৫ ২০১৭,২০১৯ ও ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তার জন্যেই মুম্বাই ইন্ডিয়ান্স সাফল্যের মুখ দেখেছিল। সেই জায়গায় এই পরিবর্তন তা কোনো ভাবেই মানতে পারছেন না সমর্থকেরা। ২০২৪ এর আইপিএল কে মাথায় নানা রকম পরিবর্তনের ভাবনা ছিল এই ফ্রাঞ্চাইজির ।
তা যে এ পর্যায়ে পৌঁছবে তার হয়তো কল্পণাও করতে পারেনি দল। এসব প্রত্যাশা করেনি কতৃপক্ষ। নিলাম এর আগেকার বেশ বড় ধাক্কা খেলো মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে যতবার মুম্বাই আইপিএল ফাইনালে গিয়েছে ততবারই জিতেছে ; নেপথ্যে যদিও রোহিত শর্মা। এদিকে রোহিত কে সম্মাননা জানিয়ে একটি ভিডিও কোলাজ তৈরি করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার আবার পোষ্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়াতেই । কিন্তু ক্ষোভ প্রশমণ হয়নি। আবার সোশ্যাল সাইটে লেখা হয়েছে , তুমি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলে। ১০ বছর এবং ছটা ট্রফির পরে আজ আমরা এখানে। সেই মিষ্টি কথাতেও চিঁড়ে ভেজেনি। এই ক্ষোভ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।