খেলা

প্রথম স্প্যানিশ তারকা হিসাবে মন্টে কার্লো ট্রফি

Monte Carlo Trophy as the first Spanish star

Truth Of Bengal: মন্টে কার্লো টেনিস টুর্নামেন্টে নজির গড়লেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। রাফায়েল নাদালের পর তিনিই হলেন একমাত্র স্প্যানিশ তারকা যিনি এই খেতাব জয় করলেন। রবিবার ফাইনাল ম্যাচে আলকারাজ পরাজিত করেন ইটালিয়ান তারকা লরেঞ্জো মুসেত্তিকে। খেলার ফল ৩-৬, ৬-১, ৬-০। এই ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে আলকারাজ তাঁর ষষ্ঠ এটিপি ১০০০ মাস্টার্স টাইটেল খেতাব-ও জয় করলেন।

ম্যাচের শুরুতে কিন্তু একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না আলকারাজ। প্রথম দুটি সার্ভিস গেম ও ফোরহ্যান্ডে ভুল করার খেসারত হিসাবে প্রথম গেমেই হারের মুখ দেখতে হয় আলকারাজকে। তবে ম্যাচে ফিরে আসতে বেশিক্ষণ সময় নেননি আলকারাজ। দ্বিতীয় গেমেই তিনি ফিরে আসেন স্ব-মহিমায়। এবং পর পর দুটি গেমে জয় ছিনিয়ে নিয়ে ম্যাচের ট্রফি জয় নিশ্চিত করে ফেলেন আলকারাজ।

ম্যাচ জিতলেও আলকারাজের শোনা গেল প্রতিপক্ষ খেলোয়াড় লরেঞ্জোর প্রশংসা। আলকারাজ জানান, ‘আমি লরেঞ্জোকে অভিনন্দন জানাতে চাই, তাঁর দুর্দান্ত লড়াইয়ের জন্য। এটা তোমার প্রথম মাস্টার্স ফাইনাল। তবে এই নয় যে এটাই এই কোর্টে তোমার শেষ খেলা। ভবিষ্যতে তুমি আবারও এই কোর্টে খেলবে। সুতরাং ভবিষ্যত তোমার ভাল কাটুক এটাই আমি চাই।’

Related Articles