খেলা

কেরল ম্যাচেও জয়ের ধারবাহিকতা ধরে রাখতে চান মোলিনা

Molina wants to continue winning streak in Kerala match

Truth Of Bengal: চলতি আইএসএল-এ দূরন্ত গতিতে ছুটছে মোহনবাগান। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষেও রয়েছে তারা। এর পাশাপাশি লিগ-শিল্ড জয়ের ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে গিয়েছে মোলিনা ব্রিগেড। এই অবস্থায় আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরলের বিপক্ষে খেলতে হবে সবুজ-মেরুনকে। আপাতত সেই ম্যাচের দিকেই ফোকাস করছেন বাগান কোচ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে বাগানের হেডস্যার জানান, ‘অ্যাওয়ে ম্যাচ সব সময়ই কঠিন। তবে আমার ছেলেরা সবাই তৈরি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে অন্য ম্যাচগুলোর মত কেরল ম্যাচ থেকেও পুরো পয়েন্ট তুলে নেওয়া।’ বাগান কোচ আরও জানান, ‘৫ ফেব্রুয়ারি পঞ্জাব ম্যাচের পর অনেকদিন আমরা হাতে সময় পেয়েছি। কাজেই ছেলেরা কেরল ম্যাচে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামবে। এবং আশাকরি প্রত্যেকেই নিজের সেরাটা দেবেন।’

তবে প্রতিপক্ষ দলকে কখনই হাল্কাভাবে নিতে চাননা মোলিনা। এই প্রসঙ্গে বাগান কোচ জানান, ‘কেরল এই মুহূর্তে লিগ টেবিলের ১০ নম্বরে থাকলেও ঘরের মাঠে ওরা নিজেদের সেরাটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এটাই নিয়ম। ওদের দলেও ভাল খেলোয়াড় আছেন। যাঁরা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। কাজেই ওঁদের দিকেও নজর দিতে হবে।’ তবে নোয়া এই ম্যাচে না থাকাটা বাড়তি অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এদিকে মোহনবাগান আগামী ১৫ তারিখ কেরল ম্যাচে হয়তো পাবে না সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা ও ডিফেন্ডার আশীষ রাইকে। সূত্রের খবর, অনিরুদ্ধ থাপার আরও বেশ কিছুদিন সময় লাগবে পুরো ম্যাচ ফিট হতে। তবে টম অলড্রেড দলে ফিরে আসায় ডিফেন্স অনেকটাই শক্তিশালী হবে। আর যদি আশীষ যদি একান্তই না খেলতে পারেন তবে হয়ত তাঁর জায়গায় দেখা যাবে দীপেন্দুকে।

অন্যদিকে বৃহস্পতিবার বাগানের অনুশীলনে নামলেন জ্যামি ম্যাকলারেন। সূত্রের খবর, ম্যাকলারেনের মাসলে সামন্য চোট রয়েছে, সেই কারণেই আজকের অনুশীলনে নামেননি তিনি। তবে কেরল ম্যাচে তাঁকে শুরু থেকেই পাওয়া যাবে। কোচের মত কেরল ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ফুটবলার আশীক কুরিয়ানও। নিজেদের সেরাটা দিয়েই ঘরের মাঠে কেরলকে হারাতে পারবেন বলেই মনে করেন তিনি।

Related Articles