খেলা

নর্থ-ইস্ট শক্তিশালী প্রতিপক্ষ হলেও, জয়েই চোখ মোলিনার

Molina has his eyes on victory, even though NorthEast is a strong opponent

Truth of Bengal: শনিবার চেন্নাইয়িনের বিপক্ষে ঘরের মাঠে কামিংসের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে মোহনবাগান। জয়ের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুকে টপকে সাপ-লুডোর পয়েন্ট টেবিলে ফের শীর্ষে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচ শেষে তাই স্বভাবতই খুশি বাগানের হেডস্যার। সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা জানান, দল জিতেছে এবং মূল্যবান তিনটি পয়েন্ট ঘরে এসেছে এটাই সবচেয়ে বড় কথা।

স্ট্রুয়ার্ট এবং কামিংসকে নামিয়ে শেষ মুহূর্তে একবার চেন্নাইয়িনের ওপর আরও প্রেসার দেওয়ার পরিকল্পনা করে ওঁদের মাঠে নামাতেই শেষ পর্যন্ত জয় এসেছে। তবে প্রথম একাদশে থাকা দিমিত্রি ও ম্যাকলারেন তাঁদের সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। ভাগ্য খারাপ থাকায় ওঁরা গোল পাননি।

না হলে অনেক আগেই খেলার ফল নির্ধারিত হয়ে যেত। মোহনবাগান এর পরের ম্যাচে মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেডের। পাহাড়ের মাটিতে নর্থ-ইস্ট বড়াবরই কঠিন প্রতিপক্ষ। একথা মেনে নিয়ে বাগান কোচ স্পষ্ট জানান, অবশ্যই ওরা ওদের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবে আমার দলের মূল লক্ষ্যই হচ্ছে নর্থ-ইস্টের বিপক্ষেও জয় তুলে নেওয়া।

চলতি আইএসএল-এ মোহনবাগনকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল চেন্নাইয়িন একথা অস্বীকার না করে বাগান কোচ জানান, আসলে আমরা আক্রমণ করলেও চেন্নাই ডিফেন্ডাররা বার বারই সজাগ থাকায় সে আক্রমণের বেশিরভাগটাই পেনিট্রেটিভ জোনে গিয়ে আটকে গিয়েছে। তারফলেই আমরা গোল পাচ্ছিলাম না। কিন্তু বিরতির পর সাহালদের নামাতেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে, এবং তাতেই শেষ পর্যন্ত গোলের রাস্তা খুলে যায়।

পক্ষান্তরে চেন্নাইয়ের প্রশংসাও শোনা গেল মোলিনার মুখে। বাগান কোচ জানান, চেন্নাই দলটি যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছে। ওরা বেসিক্যাল কাউন্টার অ্যাটাকে আক্রমণে আসছিল। কেননা মাঝে মাঝেই আমাদের মাঝমাঠে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যাওয়ায় ওদের আক্রমণে আসতে সুবিধা হচ্ছিল। তবে আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিফেন্ডারদের। তাঁরা ঠাণ্ডা মাথায় চেন্নাইয়ের সমস্ত আক্রমণ রুখে দিয়েছেন। তাই বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধে সাহালদের নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

গত আইএসল-এ দারুণ ছন্দে ছিলেন বাগানের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতস। কিন্তু চলতি মরশুমে তাঁকে এখন অবধি সেভাবে ছন্দে দেখা যাচ্ছে না, এমনকি চেন্নাই ম্যাচে গোল পেলেন ম্যাকলারেনও। এই প্রসঙ্গে মোলিনা বলেন, প্রত্যেক ম্যাচেই যে সবাই ভাল খেলতে পারবেন না এমনটা নয়। ম্যাকলারেন আগের ম্যাচে গোল করেছেন। চেন্নাইয়ের বিপক্ষে চেষ্টা করেও গোল পাননি।

সুতরাং কি করা যাবে। দিমিও প্রথম থেকেই ভাল খেলেছেন। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। তবে আমি ধন্যবাদ দেব চেন্নাই ডিফেন্ডারদের। মূলত ওঁদের দূরন্ত ব্লকিংয়ের ফলেই শেষ পর্যন্ত ওঁরা গোল পেলেন না। এই বিষয়টা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। আশাকরি আগামী ম্যাচগুলিতে নিশ্চয়ই দিমি এবং জেমি করতে পারবে।

চেন্নাই ম্যাচে হলদু কার্ড দেখে চারটি হলুদ কার্ড হওয়ায় আগামী নর্থ-ইস্ট ম্যাচে মোহনবাগান পাবে না দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু ও রডরিগেজকে। অভিজ্ঞ ডিফেন্ডারদের ওই ম্যাচে না পাওয়াতে ডিফেন্স নিয়ে যে কিছুটা চিন্তা থাকবে তা অস্বীকার করলেন না মোলিনা। এঁদের পরিবর্তে যাঁরা নামবেন তাঁরা নিশ্চয়ই তাঁদের সেরাটাই দিতে পারবেন বলেই মনে করেন বাগান কোচ। তবে কাদের তিনি মাঠে নামাবেন তা কদিন অনুশীলন দেখে

Related Articles