ধারাবাহিকতাই ধরে রাখলেই সাফল্য পাবে মোহনবাগান: বিশ্বজিৎ ভট্টাচার্য
Mohun Bagan will achieve success if it maintains consistency: Biswajit Bhattacharya

Truth Of Bengal: বৃহস্পতিবার জামশেদপুরের বিপক্ষে ওদের ঘরের মাঠে নিজেদের প্রথম সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান। এই ম্যাচে লিগ পর্বের ম্যাচগুলির থেকে আলাদা হলেও, প্রতিপক্ষের থেকে ধারে-ভাড়ে অনেকটাই এগিয়ে মোলিনার দল। পাশাপাশি লিগ পর্বের ম্যাচের পারফরম্যান্সের নিরিখে আমি কিন্তু মোহনবাগানকেই এগিয়ে রাখব সব সময়।
মোহনবাগান আইএসএল-র অন্য দলগুলির থেকে সব বিভাগেই অনেক শক্তিশালী। দলের রিজার্ভ বেঞ্চ-ও তাই। এছাড়া মোলিনা যেভাবে দলটাকে শুরু থেকেই একসূত্রে বেঁধে রেখেছেন তার প্রশংসা করতেই হবে। দলের পিছনে ফুটবলারদের পাশাপাশি মোলিনার অবদানও কম নয়। কাজেই সেমিফাইনাল ম্যাচেও মোহনবাগান যদি লিগ পর্বের পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে ম্যাচে না জেতার কোনও কারণ নেই। তবে একটা কথা বলতেই হয়, যে কোনও ম্যাচ জিততে গেলে অনেকটা উইনিং লাক-ও দরকার হয়। এটাও মাথায় রাখতে হবে।
আমি অনেকের কাছেই শুনেছি এই ম্যাচে হয়তো মনবীর বা আপুইয়াকে পাবেন না বাগান কোচ। তবে যদি তাই হয়, তাহলে আমি বলব, এটা মোলিনার কাছে একটা বড় ধাক্কা। কেননা, আমার মনে হয়, মনবীর এই মুহূর্তে যা ছন্দে ফুটবল খেলছে, ও মোহনবাগান তো বটেই, ভারতবর্ষের অন্যতম সেরা উইঙ্গার। একান্তই যদি মনবীর না খেলেন তাহলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে খালিদ জামিল। আপুইয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
তবে আমি ভারতীয় হিসাবে অবশ্যই খালিদের প্রশংসা করবো। ও যে জায়গায় দলটাকে নিয়ে গিয়েছে, তাতে ওর কৃতিত্ব কোনও অংশ কম নয়। জামশেদপুর-ও লড়াই করবে বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে ম্যাচটা একটা উপভোগ্যকর হয়ে উঠবে বলেই আমি আশাবাদী।