খেলা

ওড়িশাকে হারিয়ে AFC কাপ প্রথম জয় মোহনবাগানের

AFC Cup 2023

The Truth of Bengal: ডুরান্ড জয়ের পর লক্ষ্য এএফসি কাপ। মোহনবাগানের প্রথম ম্যাচে বিপক্ষে ছিল ওড়িশা। সের্জিও লোবেরাদের কার্যত গোলের মালা পরিয়ে দিলেন হুগো বুমো, দিমিত্রি পেত্রাতোসরা। এই ওড়িশা দলে একাধিক ফুটবলার অতীতে মোহনবাগানের হয়ে খেলেছেন। অমরিন্দর, লেনি, রয় কৃষ্ণের মতো তারকা থাকা সত্ত্বেও কেউই ছাপ ফেলতে পারেননি। কার্যত দাপটের সঙ্গে এদিনের ম্যাচ জিতল সবুজ মেরুন শিবির।

এদিন এএফসি কাপে জোড়া গোল করেছেন পেত্রাতোস। প্রথমার্ধের দুই দলই ভালো খেলছিল, যদিও কোনও দলই অবশ্য গোল করতে পারেনি। কিন্তু শেষের দিকে লাল কার্ড দেখেন ওড়িশার মোর্তাদা ফল। যার ফলে দশ জনে নেমে যায় ওড়িশা। স্বাভাবিকভাবেই গোটা দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলার সুবিধা পায় সবুজ-মেরুন শিবির। যদিও সাহালকে গোলর গন্ধ মাখা বল বাড়িয়েছিলেন হুগো বুমো। বেশিক্ষণ বল পায়ে রাখতে গিয়ে সেইযাত্রায় সুযোগ হাতছাড়া করেন সাহাল। দ্বিতীয়ার্ধে মোহনবাগান জ্বলে উঠল। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করার প্রায়শ্চিত্ত দ্বিতীয়ার্ধে করলেন সাহাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন তিনিই। বক্সের উপর থেকে নেওয়া সাহালের অনবদ্য শটে জালে ঢুকে যায় বল। গোলকিপার অমরিন্দর নড়ার সুযোগ পর্যন্ত পাননি। দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন সাহাল। তাঁর জোরালো শট অমরিন্দরের হাত থেকে ছিটকে বেরিয়ে আসে। ফাঁকায় দাঁড়ানো দিমিত্রি পেত্রাতোস এই সুযোগের সদ্ব্যাবহার করে এবং স্কোর হয় ২-০। পরিবর্ত হিসেবে নামা লিস্টন কোলাসো হাসতে হাসতে ৩-০ করেন। খেলার বয়স তখন ৭৯ মিনিট। তার ঠিক তিন মিনিট পরেই পেত্রাতোস ফের গোল করে ম্যাচ ৪-০ তে শেষ করে।