
The Truth of Bengal: ২০২৪ কে পাখির যোগ করে চেন্নাই সুপার কিংস দলটাকে সাজাতে শুরু করেছে। নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি। এবারও ট্রফি নিজেদের দখলে রাখার জন্য সিএসকে যে ভাবনা নিয়ে আইপিএলের নিলামে নেমেছিল তা পূরণ করতে পেরেছে বলে মত বিশ্লেষকদের। প্রথম থেকে ড্যারিল মিচেল কে চাইছিল চেন্নাই সুপার কিংস নিলামেও তাই হলো। দিল্লি ক্যাপিটালস এর তরফ থেকে ড্যারিল মিছিলের দিকে হাত বাড়ালে ও শেষে ধোনির দল্ই মিচেল কে দলে নিয়েছে। ১৪ কোটিতে কেনা হল ড্যারিলকে ।আগে এর আগে রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন মিচেল ।
আর এবার অর্থাৎ ২০২৪ এ খেলবেন সিএসকের হয়ে । এদিকে চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে এক্স অর্থা্ৎ সাবেক টুইটার ে মিচেলে লের ছবি পোস্ট করা হয়েছে। এবং এক্সে লেখা হয়েছে ২০২৪ এর জন্য মিচেল আমাদের। তার পাশাপাশি নিলাম এরপর সমস্ত ক্রিকেটারদেরকে নিয়ে চেন্নাই সুপার কিংস এক্সে ছবি পোস্ট করেছেন। নেতৃত্বে সেই ধোনি। ওই ছবিতে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে । আইপিএলে চেন্নাই যতবার ট্রফি জিতেছে তার নেপথ খেয়ে রয়েছে ধনী এবারও সেই ধনী নেতৃত্ব দিচ্ছে ফল তো এবার ও সিএসকের সমর্থকরা আশাবাদী যে ধোনি দলকে ট্রফি এনে দিতে পারবে।
সঙ্গে তার তৈরি করে নেওয়া খেলোয়াড়রা। যে যে খেলোয়াড়দের কে সেরা টাকায় কিনেছে ফ্রান্সের দলগুলো তার মধ্যে অন্যতম ড্যারিল মিচেল তাকে কিনতে সিএসকের খরচ হয়েছে ১৪ কোটি। এই মিচেলকে নিয়ে প্রত্যাশা ছিলই।এবার সে অনুযায়ী দর ও উঠল। দর বাড়ল কিউয়ি তারকার। তার বেস প্রাইস ছিল ১ কোটি। তাঁকে নিয়ে রীতিমতো জমে উঠল টাকার লড়াই। প্যাট কামিন্সের পর তিনিই পেলেন সর্বোচ্চ দাম।