
The Truth Of Bengal: কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুরুতেই নামছে মেসির আর্জেন্টিনা। বিপক্ষে থাকছে কানাডা। ভারতীয় সময় অনুযায়ী ভোট সাড়ে পাঁচটায় শুরু হতে চলেছে এই ম্যাচ । তবে আর্জেন্টিনার জার্সি গায়ে এটি কি মেসির শেষ কোন বড় টুর্নামেন্ট হতে চলেছে? প্রশ্ন রয়েছে । উত্তর পুরোপুরি নিশ্চিত করেননি মেসি ।
তবে মেসি জানিয়েছিলেন এরপর বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না । ফলত অনেকেই মনে করছেন এটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বড় কোন টুর্নামেন্ট খেলা। মেসির কথা অনুযায়ী সব দল ই ভীষণ শক্তিশালী। খুব বেশি ফারাক ও নেই দলগুলোর মধ্যে । মেসি পরবর্তী পরিকল্পনা ভুলে আপাতত কোপা আমেরিকা উপভোগ করতে চাইছেন। তিনি বলেছেন দলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তার কাছে খুবই মূল্যবান ।
তিনি জানান সেই সফর শেষ হতে বেশি সময় নেই । তখন তিনি সবকিছুই ভীষণ মিস করবেন। এবার কোপা আমেরিকা হচ্ছে আমেরিকাতেই। এদিকে মেসি মেজর লেগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। কোপা আমেরিকা নিয়ে বিশেষভাবে ভাবছেন মেসি। আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে এখন তিনি ভাবতে চাইছেন না।