ফিফাপ্রো-র বিশ্ব একাদশে স্থান হল না মেসি-রোনাল্ডোর
Messi-Ronaldo did not place in FIFAPro's World XI

Truth Of Bengal: ফিফাপ্রো বিশ্ব একাদশে এবার স্থান পেলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ২০০৬ সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটের দ্বারা নির্বাচিত বছরের সেরা একাদশে স্থান পেলেন না এলএম টেন। মেসি এই একাদশে ২০০৩ সাল থেকে টানা ২০২৩ সাল পর্যন্ত খেলেছেন। অর্থাৎ টানা ১৭ বছর বিশ্ব একাদশে জায়গা হয়েছিল তাঁর।
শুধু আর্জেন্টাইন অধিনায়কই নন, এই তালিকায় স্থান পাননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। উল্লেখ্য, গত কয়েকদিন আগে মেসি ও রোনাল্ডো ২৬ জনের সম্ভাব্য যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে স্থান পেয়েছিলেন। এই তালিকায় ইউরোপের বাইরের খেলোয়াড় হিসেবে রোনাল্ডো ও মেসি ছাড়া আর কোনও খেলোয়াড়ই ২৬ জনের সম্ভাব্য তালিকায় ছিলেন না।
চলতি বছরের ফিফাপ্রোর বিশ্ব একাদশের তালিকা প্রকাশের পরই দেখা গেল সেই তালিকায় আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। রিয়ালের ৬ খেলোয়াড় এবং পেপের দলের ৪ খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় লিভারপুলের একমাত্র খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন ভার্জিল ভ্যান ডাইক। শুধু পুরুষদের নয়, একইসঙ্গে প্রকাশিত হয়েছে মহিলাদের বর্ষসেরা একাদশও। আর এই দুই বিভাগে সেরা একাদশ তৈরি করতে ভোট দিয়েছিলেন বিশ্বের ৭০টি দেশের ২৮জনেরও বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যাঁরা কমপক্ষে ৩০টি ম্যাচ খেলেছেন তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া ফিফাপ্রো বিশ্ব একাদশ। মহিলাদের মধ্যে এবারের তালিকায় ফের জায়গা পেয়েছেন ব্রাজিলর মহিলা ফুটবলার মার্তা।
একনজরে দেখা নেওয়া যাক কোন কোন পুরুষ ও মহিলা বিশ্ব একাদশের তালিকায় স্থান পেয়েছেন। এবং তাঁরা কোন দেশের।
পুরুষ বিভাগ
গোলরক্ষক- এদেরসন, (ম্যান সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার- দানি কারভাহাল, (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ড), আন্তেনিও রুডিগার, (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার- জুডে বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যান সিটি, স্পেন)
ফরোয়ার্ড- আর্লিং হালান্ড, (ম্যান সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।
মহিলা বিভাগ
গোলরক্ষক- মেরি ইয়াপর্স, (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)
ডিফেন্ডার- লুসি ব্রোঞ্জ, (বার্সেলোনা, চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনভিউ (ম্যান সিটি, ইংল্যান্ড)
মিডফিল্ডার-আইতানা বোনমাতি (বার্সোলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন), কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
ফরোয়ার্ড-বারব্রা বান্দা (সাংহাই শেংলি, অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কাইসেদা (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)