আলামাদার গোলে মেসিহীন আর্জেন্টিনা হারাল উরুগুয়েকে
Messi-less Argentina beats Uruguay with Alamada goal

Truth Of Bengal: চোটের কারণে আগেই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। তাই দক্ষিণ আমেরিকা গ্রুপের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে ছাড়াই দল নামাতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল স্কালোনির দলকে। তবে মেসি না থাকলে কি হবে, জয় আটকায়নি আর্জেন্টিনার।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে প্রতিবেশী দেশের বিপক্ষে ম্যাচে কাঙ্খিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা। খেলার বয়স তখন ৬৮ মিনিট। থিয়াগো আলমাদা উরুগুয়ে বক্সের ডানদিক থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে গোল লক্ষ্য করে আলামাদা যে শট নিলেন তা আটকানোর ক্ষমতা গোলরক্ষকের ছিল না। দাঁড়িয়ে দেখা ছাড়া। আলমাদার এই গোল যেন অনেকটা কলম্বিয়ার বিপক্ষে ভিনিসিয়াসের করা গোলের-ই প্রতিচ্ছবি।
ম্যাচ জিতলেও চিন্তার ভাঁজ কপালে পড়ল আর্জেন্টিনা কোচের। কেননা ম্যাচের অতিরিক্ত সময়ে লাল-কার্ড দেখে মাঠ ছেড়ে দলের চিন্তা বাড়িয়ে দিলেন নিকোলাস গঞ্জালেস। ম্যাচ জিতে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষ স্থানে থাকল নীল-সাদা জার্সিধারীরা। তাদের সংগ্রহ ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর। তাদের সংগ্রহ সমসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট। এবং টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তাদের সংগ্রহ ১৩ ম্যাচে ২১ পয়েন্ট।