জাতীয় ক্লাবে আচমকাই সেনার হানা, ভাঙা পড়ল মার্চেন্ডাইজ কিয়স্ক
Merchandise kiosk vandalized by soldiers at National Club

Truth Of Bengal: শুক্রবার সকালে আচমকাই মোহনবাগান ক্লাবে হানা দেন সেনাবাহিনীর কর্তারা। ক্লাবে গিয়ে তারা ভেঙে দেন সদ্য নির্মিত হওয়া মার্চেন্ডাইজ কিয়স্ক। উল্লেখ্য, সম্প্রতি লোগো লাগানো মার্চেন্ডাইজ বিক্রির পরিকল্পনা করেছিলেন মোহনবাগান কর্তারা, আর সেই কারণেই ক্লাবে তৈরি হয়েছিল এই কিয়স্ক।
প্রসঙ্গত, ময়দানের সমস্ত ক্লাবই সেনাবাহিনীর অধীনে। কাজেই ক্লাবের ভিতর কোনও কোনওকিছু করতে গেলে অবশ্যই সেনাকর্তাদের অনুমতি লাগে। এবং সেটা নিতে হয় যখন অক্টোবর মাসের ১-১৫ দিন ময়দান বন্ধ থাকে সেই সময়। আর বিনা অনুমতিতে যদি কিছু করা হয়, তাহলে সেনাবাহিনী এসে তা ভেঙে দেয়।
মাত্র দিন কয়েক আগেই অস্থায়ীভাবে একটি মার্চেন্ডাইজ কিয়স্ক তৈরি করা হয়েছিল। সেনা কর্তারা সেটা ভেঙে দেওয়ার পাশাপাশি ক্লাবে কিছু নির্মাণকাজও থামিয়ে দেন। এমনকি ভেঙে দেওয়া হয় বেশকিছু ফ্ল্যাগ-ও।
সেনা কর্তাদের আচমকা মোহনবাগান ক্লাবে হানা এংব কিয়স্ক ভাঙার ঘটনা নিয়ে ক্লাব কর্তারা কোনও কথা বলতে নারাজ। তবে এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। তাঁদের দাবি, মোহনবাগানের মতো ক্লাবে এই ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত সমর্থকদের আবেগের কথা একবার ভাবা উচিত সেনা কর্তাদের।