খেলা

সদ্য বিশ্বকাপজয়ী ভারতীয় দৃষ্টিহীন মহিলা দলের সঙ্গে সাক্ষাৎ নমোর

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ভারতীয় দৃষ্টিহীন দলের ক্রিকেটারা প্রধানমন্ত্রীকে নিজেদের স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন।

Truth Of Bengal: নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একদিনের বিশ্বকাপ জয় করেছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। তারপরই ট্রফি নিয়ে হরমনপ্রীত-দীপ্তি-স্মৃতিরা দেখা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারপর ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল। হরমনপ্রীতদের-রিচা-দীপ্তি-শেফালিদের মতো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নয়া দিল্লিতে নিজের বাসভবনেই সাক্ষাৎ করলেন দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ভারতীয় দৃষ্টিহীন দলের ক্রিকেটারা প্রধানমন্ত্রীকে নিজেদের স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন। প্রধানমন্ত্রীও নিজের স্বাক্ষরিত একটি বল উপহার স্বরূপ তুলে দেন ওই দৃষ্টিহীন ক্রিকেটারদের হাতে। এখানেই শেষ নয়। এরপর প্রধানমন্ত্রী নিজে হাতে প্রত্যেক ক্রিকেটারকে লাড্ডুও খাওয়ান। এবং প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথাও বলেন নমো।

ঘরের মাঠে হরমনপ্রীতরা বিশ্বকাপ জেতার পর যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সেই ঐতিহাসিক জয়ের মুহূর্তগুলি ভাগ করে নিয়েছিলেন, ঠিক তেমনই প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মহিলা দৃষ্টিহীন ক্রিকেটাররাও।

 

Related Articles