
The Truth of Bengal: চলতি মরসুমে পিএসজি ছাড়বেন এমবাপে। পিএসজি কর্তৃপক্ষকে তা তিনি জানিয়েও দিয়েছেন। জুন মাস পর্যন্ত রয়েছে তার চুক্তির মেয়াদ তারপরেই তিনি দলত্যাগ করবেন। কিন্তু এমবাপে কোথায় যাবেন তা এমবাপের তরফ থেকে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এদিকে রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে নিয়ে নেওয়ার জন্য গত মরসুম থেকেই উঠে পড়ে লেগেছে। এমবাপে পিএসজি ছাড়ার পর রিয়াল মাদ্রিদের দিকেই পা বাড়াবেন বলে মনে করা হচ্ছে।
শুধুমাত্র এমবাপে একা নন সেই সঙ্গে তাঁর ভাই এথানকেও দলে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ এমনটাই জানা গেছে। ১৭ বছর বয়সী এখান ও তার দাদার মতো পিএসজির জার্সিতেই খেলে চলেছেন। তবে এখনো পর্যন্ত এথান খেলায় সেই দাপট দেখাতে পারেন নি। এমবাপের মতো ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখাতে না পারলেও রিয়াল মাদ্রিদ দু ভাইকেই একসঙ্গে নিতে চাইছে বলেই খবর। দাদার মতো যেহেতু অতটাও ফুটবলে দক্ষতা বৃদ্ধি পায়নি তাই তিনি যেখানেই খেলুক না কেন এখন চাইছেন বেশি বেশি পারফর্ম করতে ।
ক্লাব ছাড়ার থেকে নিজের ফুটবলীয় দক্ষতাকে আরো বাড়াতে চাইছেন এথান। তবে রিয়াল মাদ্রিদ গত মরসুম থেকেই এমবাপেকে দলে নেওয়ার চেষ্টা করছে। এদিকে এমবাপে পিএসজির জার্সিতে একের পর এক ম্যাচ খেলে চলেছে। গোল ও করে চলেছে। তিনি পিএসজির জার্সিতে অবিচল। এডীকে গতবার রিয়াল মাদ্রিদ ব্যর্থ হলেও এবার এমবাপে দল ছেড়ে রিয়াল মাদ্রিদেই যাবেন বলে মনে করা হচ্ছে । তবে এথান যাবেন কিনা তা স্পষ্ট নয় যদিও রিয়াল মাদ্রিদ এখানকেও দলে নিতে চাইছে।