নতুন মরশুমে নতুন দলে এমবাপে? সিদ্ধান্তের দিকে তাকিয়ে অনুরাগীরা …
Mbappe in the new team in the new season? Fans looking forward to the decision…

The Truth Of Bengal: মরসুমের জুন পর্যন্ত এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। তারপর এমবাপের সহ বেশ কয়েকজন খেলোয়াড় হয়ে যাবে ফ্রি এজেন্ট। চাইলে দল বদল করতে পারেন তারা। এমবাপে জুনের পর কি করবেন স্পষ্ট করেন নি । তবে গত মরশুমেই জল্পনা শুরু হয়েছিল তিনি দল বদল করে নতুন দল যাবেন । এবার কি করবেন তিনি তা দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।
এমবাপে ও দল বদল যেন একই সূত্রে গাথা। পিএসজির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় গত বছরই দল বদল করতে চেয়েছিলেন এমবাপে। যদিও গতবছর তিনি দলবদল করেননি। এবছর জুনে এমবাপে, আলকানতারাসহ অনেক খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তখন তারা হয়ে যাবেন ফ্রী এজেন্ট। । দলবদল করার সম্ভাবনা থাকবে এমবাপের সামনে।গত বছর দল না বদলালেও এ বছর দল বদলাবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি। পিএসজি কর্তৃপক্ষ থেকে শুরু করে কোচের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এমবাপে গতবছর। তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক করে খেলায় মন দিয়েছিলেন। এবার তিনি দল বদলাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যদি দল বদল না করেন তাহলে তিনি চুক্তি পুনর্নবীকরণও করতে পারেন সেই সুযোগও থাকছে এমবাপের কাছে। এর আগে পিএসজির সঙ্গে সম্পর্ক পতনের সময় রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে নেওয়ার চেষ্টা করেছে। বেশ কয়েকবার চেষ্টা করেও মাদ্রিদ ব্যর্থ হয়।
এবারও সেই প্রয়াস করবে বলেই জানা গেছে। যদি এবার তারা এমবাপেকে না পায় তাহলে আর এমবাপের পিছনে পড়ে থাকবে না বলে জানা গেছে। পিএসজির সঙ্গে সম্পর্ক পতন হওয়ায় মেসি দল বদলেছেন সে পথেই পা বাড়িয়েছিলেন নেইমারও। গত মরসুমে মনে করা হয়েছিল এমবাপেও হয়তো দল বদলাবেন। যদিও তিনি তা করেননি। এবার জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চুক্তি পুনরনবীকরণ করবেন নাকি দল বদলাবেন তা দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।
Free Access