খেলা
মাস্টার ব্লাস্টার সচীনের রেকর্ড ভেঙে বিরাটের বিশ্ব রেকর্ড
Master blaster Sachin's record is broken by Virat's world record

The Truth OF Bengal : বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটের সাথে খেলছে ভারত। এবার সেমিফাইনালের মধ্যেই সচীনের রেকর্ড ভাঙলেন কিং কোহলি। ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের ৪৯ টি শতরানের রেকর্ড। এই বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন ৫০টি শত রানের। একদিনের ক্রিকেটে শতরানের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কিং। সাথে সাথেই দেখা গেল মাঠে দাঁড়িয়েই সচীনের দিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কোহলি। যার দখলে ছিল এত দিনের বিশ্ব রেকর্ড। সচীনের সামনে দাঁড়িয়েই নিজের ঘরের মাঠে নয়া রেকর্ড। বিস্তারিত …