
The Truth Of Bengal: বক্সিংয়ে রিং কাঁপানো মেরি কম কি অবসর নিয়ে নিলেন? একাধিক মিডিয়াতে সে খবরই তিনি পড়েছেন। তারপর মুখ খুলেছেন ভারতীয় এই বক্সার। পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি অবসর নেননি। তাকে নিয়ে যে গুঞ্জন চলছে তা সত্যি নয়।
বক্সার মেরি কম কি অবসর নিয়ে নিলেন? তিনি এবার এ বিষয়ে সরাসরি মুখ খুলেছেন। তিনি বলেছেন তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি যা বলতে চেয়েছেন সেই বলার অপব্যাখ্যা হয়েছে। অবসর নিয়ে নিয়েছেন মেরি কম এই খবর ছড়িয়ে পড়েছিল । অবশেষে তিনি মুখ্ খোলাতে সব জল্পনা এবং অপব্যাখ্যা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। পরিস্কার করে জানিয়েছেন তিনি অবসর নেননি। অবসর নিলে মিডিয়াতে জানিয়ে দেবেন বলেই উল্লেখ করেছেন। ২০১২ সালের অলিম্পিকে পদকজয়ী মেরি কমের অবসরের বিষয়ে একাধিক মিডিয়া একাধিক ভাবে খবর করেছিল । ৪১ বছর বয়সেই মেরি কম এখনো প্রতিযোগিতার জন্য তৈরি। কিন্তু তিনি যে বয়সে পৌঁছে গেছেন সেই বয়সে এসে আর অলিম্পিকের প্রতিযোগিতায় নামতে পারবেন না এর আগে সে কথাই বলেছিলেন মেরি কম। সেই কথারই অপব্যাখ্যা হয়েছে বলেই উল্লেখ করেছেন।
মেরি কম যখন অবসর নেবেন তার আগে প্রেসকে বলবেন বলেই জানিয়েছেন। তবে তিনি এতটাই প্রতিযোগিতার নামার জন্য ক্ষুধিত যে এখনো মনে প্রাণে চান প্রতিযোগিতায় নামতে, পদক জিততে। কিন্তু সেটা সম্ভব নয় বয়স জনিত কারণে। সেই কথাটি এবার অপব্যাখ্যা হয়েছে বলে সরব হয়েছেন এই ভারতীয় বক্সার। তিনি বেশ কয়েকটি রিপোর্টে তার অবসরের খবর পড়েছেন বলেই উল্লেখ করেছেন।
Free Access