চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ, সন্দেহ রয়েছে আইপিএল খেলাও
Marsh ruled out of Champions Trophy due to injury, IPL play in doubt

Truth Of Bengal : আগামী মাস থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই হাইভোল্টেজ টুর্নামেন্ট শুরুর আগেই জোড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠে ব্যথার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মিচেল মার্শকে ছিটকে যেতে হল। সূত্রের খবর, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, তাঁর আইপিএল খেলা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়ে গিয়েছে। গত ৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলার পরই পিঠের ব্যথা শুরু হয় মার্শের।
মার্শের এই ছিটকে যাওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পিঠের নীচের দিকে ব্যথার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থেকে বাদ পড়লেন এই ব্যাটার। এবং মার্শের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, আসন্ন আইপিএল-এ মার্শের খেলার বিষয়ে যথেষ্ট সন্দেহও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।
অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মার্শ এখন পুরোপুরি বিশ্রামে থাকবেন। তারপর ধীরে ধীরে রিহ্যাব করা শুরু করবেন। এবং মার্শের বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে নজর রাখা হবে বলেও জানা গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে।