খেলা

থাইল্যান্ড সফরের জন্য ২৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন মানালো

Manalo announces 28-member Indian squad for Thailand tour

Truth Of Bengal: বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে প্রীতি ম্যাচ খেলতে রওনা হবে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। এই দিন সকালেই ২৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় দলের প্রধান কোচ মানালো মার্কওয়েজ। এরপর জাতীয় দল আগামী ৫ জুন রওয়ানা দেবে হংকংয়ের উদ্দেশে। সেখানে ব্লু-টাইগার্সরা ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে।

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ২৮ জনের দল

  1. গোলরক্ষক- বিশাল কায়েথ, অমরিন্দর সিং, গুরমিত সিং ও ঋত্বিক তিওয়ারি
  2. ডিফেন্ডার- নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিঙ্গালসানা সিং, আনোয়ার আলি, বরিশ সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশীষ রাই, শুভাশিস বসু, মেহতাব সিং, অভিষেক সিং
  3. মিডফিল্ডার- সুরেশ সিং, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরিনিয়ান, ব্রেন্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু।
  4. ফরোয়ার্ড- সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।

উল্লেখ্য, এই দুই সফরের আগে কলকাতার রাজারহাটে দলীয় ফুটবলারদের নিয়ে আবাসিক শিবির করেছিলেন মানালো। এর পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করার জন্য দুটি প্রস্ততি ম্যাচেও খেলেন সুনীল-আনোয়াররা। দুটি ম্যাচেই জয় পান সুনীলরা। প্রথম ম্যাচে সন্তোষজয়ী বাংলা দলকে ২-১ গোলে এবং বুধবার উত্তর-২৪ পরগনা জেলা একাদশকে পরাজিত করে ভারতীয় দল।

Related Articles