ফের জুটি বাঁধছেন মেসি-সুয়ারেজ, ইন্টার মায়ামিতে আগমন সুয়ারেজের…
Luis Suarez is coming to Inter Miami, Messi-Suarez pairing again

The Truth Of Bengal: বন্ধুত্বের টান বোধ হয় একেই বলে । কেন বলছি বলুন তো ! লিও মেসি ও সুয়ারেজ এক ই সঙ্গে কাটিয়েছেন বার্সাতে দীর্ঘদিন। তার পর মেসি তেমন দল বদলেছেন তেমন সুয়ারেজ ও দল বদলেছেন । দুই বন্ধু ফের এক হচ্ছেন। ইন্টার মায়ামিতে এক সঙ্গে ই দেখা যাবে দুজন কে । এক্সে ইন্টার মায়ামির তরফ থেকে তা জানানো হয়েছে ।
মেসি আসার পর ইন্টার মায়ামির যেন ভোল বদলে গেছে । একের পর এক ম্যাচে গোল জিতিয়েছে মায়ামীকে । সেই মায়ামীতে এবার আসতে চলছে সুয়ারেজ । দুই তারকার মহা জুটি হতে চলেছে । তার আসার খবর ইন্টার মায়ামির তরফ থেকে এক্সে পোষ্ট করে জানানো হয়েছে । লুইস সুয়ারেজ এর আগে বার্সেলোনা ছাড়েন ২০২০ সালে। আর লিওনেল মেসি ২০২১ সালে ক্লাব ছাড়েন। যখন বার্সা ছাড়েন সুয়ারেজ ততদিনে ক্লাবটির ইতিহাসে নিজের নাম পাকা করে ফেলেছেন এই উরুগুইয়ান কিংবদন্তি।এদিকে পিএসজিতে মেসি দুই মরসুম কাটিয়ে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। বার্সার পুরনো বন্ধুকে পেলেন মেসি । বার্সেলোনায় থাকাকালীন সময়েই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মেসি-সুয়ারেজ উভয়ই যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই তাই মায়ামিতে মেসি-সুয়ারেজ জুটির পুনর্মিলন দেখার স্বপ্নে বুক বেধেছিলেন । তা আজ পূরণ হয়েছে ।
উল্লেখ্য, ২০১৪-২০২০ সাল অবধি মেসি-সুয়ারেজ জুটিকে খেলতে দেখা গিয়েছে বার্সেলোনার জার্সি গায়ে। গুঞ্জন দীর্ঘদিন ধরে ছিল । মেসি সঙ্গে সুয়ারেজ ও আসতে চলেছেন মায়ামীতে । তাই যেন হচ্ছে। যে পোষ্ট করা হয়েছে সেখানে মায়ামির তরফে লেখা হয়েছে, ‘মায়ামির স্বপ্নে স্বাগত সুয়ারেজ।’ উরুগুয়ের তারকা ফুটবলারকে দলে টানতে পেরে উচ্ছ্বসিত মায়ামি কর্তারাও । তাদের তরফে বলা হয়েছে ‘বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। দুজনেই একাধিকবার জানিয়েছিলেন, কেরিয়ারের শেষটাও একই ক্লাবের হয়ে করতে চান। ২০১৪ থেকে ২০২০, দীর্ঘ ৬ বছর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসঙ্গে এই জুটি খেলার পর এবার আবার এক হতে পারছেন । দুজন এক সঙ্গে থাকলে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন বলেই মত সমর্থকদের । এতদিন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলেছেন সুয়ারেজ। তবে এবার আর্জেন্টানইন কোচ জেরার্ডো মার্তিনোর অধীনে খেলবেন দু বন্ধু।
Free Access