
Truth Of Bengal: শেষ কবে ভারতীয় দলের হয়ে বড় রান করেছেন লোকেশ রাহুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সত্যিই ক্রিকেটপ্রেমীদের এখন ডায়েরির পাতা উল্টাতে হবে। দীর্ঘদিন এই ব্যাটসম্যানের ব্যাটে কোনও বড় রান আসেনি। সময়টা যে তাঁর খুব খারাপ যাচ্ছে তা আবার একবার প্রমাণিত হল অস্ট্রেলিয়ার মাটিতে।
ভারতীয় এ দলের হয়ে অজিদের বিপক্ষে ম্যাচ খেলতে ব্যস্ত রাহুল। বৃহস্পতিবার মেলবোর্নে ভারতীয় দলের ম্যাচ ছিল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। সেই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন জাতীয় দলের সিনিয়র এই ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে এল মাত্র ৪ রান। যা দেখে হতবাক রাহুল ভক্তদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও।
তবে শুধু রাহুল নন, ব্যর্থ হলেন ভারতীয় এ দলের মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরাও। লাঞ্চের সময় মেন-ইন-ব্লুজদের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে মাত্র ৬৫ রান। কিন্তু লাঞ্চের পর-পরই ভারতীয় এ দল অলআউট হয়ে গেল মাত্র ১৬১ রানে। রাহুলের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ব্যর্থের তালিকায় নাম লেখালেন অভিমুন্য ইশ্বরন, সাই সুধাশরন এবং ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ব্যাটসম্যানরা। এই ম্যাচের প্রথম ইনিংসে কোনও রান না করেই সাজঘরে ফেরেন বাংলার ব্যাটসম্যান ইশ্বরন। তাঁর মতো খালি হাতে ফিরলেন আর এক ব্যাটসম্যান সাই সুধাশরণ-ও। কেএল রাহুলের মতো মাত্র চার রান নিয়েই প্যাভেলিয়নে ঋতুরাজ।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে নজর কাড়লেন একমাত্র ধ্রুব জুড়েল। ১৮৬টি বল খেলে মূল্যাবান ৮০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল দুটি ছয় এবং ছটি চার।