খেলা

মেসিবিহীন ম্যাচে হার এড়াল মায়ামি

Leo Messi

The Truth of Bengal: লিওনেল মেসিকে পায়নি ইন্টার মায়ামি। তাকে ছাড়াই খেলতে নেমেছিল তারা। পুরোটা সময় ড্র‍য়ের মানসিকতা নিয়ে লড়াই করছিল মায়ামি। কিন্তু ৭৭ মিনিটে গোল হজম করে হারতে বসেছিল তারা। তবে শেষ মুহূর্তের গোল সেটা এড়াতে পেরেছে।নিউইয়র্ক সিটির বিপক্ষে রোমাঞ্চকর দ্বৈরথটি শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে।ফ্লোরিডার বিরূপ আবহাওয়ার কারণে এদিন নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচটি। দেরিতে শুরু হওয়া ম্যাচে ইন্টার মায়ামির পারফরম্যান্স ছিল সাদামাটা। মেসিকে ছাড়া দলটি বলের নিয়ন্ত্রণ রাখতেই বেগ পাচ্ছিল।

এ সময় মায়ামিকে চাপে রেখে গোল আদায়ের চেষ্টা করে যায় নিউইয়র্ক এফসি। বেশ কয়েকটি ফ্রি-কিকও আদায় করে নেয় তারা। যদিও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি নিউইয়র্ক সিটি।ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত ইন্টার মায়ামি নিতে পেরেছে মাত্র ২টি শট। তবে নিজেরা সুবিধা করতে না পারলেও বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত নিউইয়র্ক সিটিকে ঠিকই ঠেকিয়ে রাখতে পেরেছে মায়ামি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।বিরতির পর মায়ামির খেলায় গতি ফিরে আসে। শুরু থেকে দারুণ কিছু আক্রমণ তৈরি করে তারা। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি নিউইয়র্কও।

তারা প্রতি আক্রমণ থেকে দুই একবার গোলের কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে যায় নিউইয়র্ক সিটি। সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। এই গোলেই জয়ের স্বপ্ন দেখছিল পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা দলটি। তবে যোগ করা সময়ের ৫ম মিনিটে টমাস আভিলেসের গোলে স্বস্তি ফিরে আসে মায়ামি শিবিরে।এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও প্লে-অফ খেলার পথটা কঠিনই থেকে গেল ইন্টার মায়ামির জন্য। ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে মায়ামি।

Free Access

Related Articles