লিও-নেইমারদের সতীর্থ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকাই এখন দোকানকর্মী
Leo and Neymar's Champions League winning teammates are now shopkeepers

Truth Of Bengal: সাল ২০১৪। বার্সেলোনার কোচের দায়িত্বে এলেন লুইস এনরিকে। দলের দায়িত্ব নিয়েই এনরিকে বুঝতে পেরেছিলেন, তাঁর দলের সাফল্য পেতে গেলে দরকার একজন সেন্ট্রাল ডিফেন্ডারের। তাই তাঁর প্রধান লক্ষ্যই ছিল ভ্যালেন্সিয়ার মিডিও জেরেমি ম্যাথিউকে দলে নিয়ে আসার। সেই মতো বার্সার টিম ম্যানেজমেন্ট যোগাযোগ করেন জেরেমি-র সঙ্গে। এবং তাঁদের হাত ধরেই ক্যাম্প ন্যুর শিবিরে যোগ দেন জেরেমি।
এরপর এনরিকের হাত ধরে কাতালানদের সাফল্যের কথা কারোর কাছে আর অজানা নয়। ২০১৫ সালে ‘ট্রেবল’ ট্রফি জয়ের পাশাপাশি ক্যাম্প ন্যুর শিবিরে ট্রফির আলমারিতে স্থান পেয়েছিল ক্লাব বিশ্বকাল, উয়েফা সুপার কাপ-ও। এর পরের বছরও লা-লিগা, কোপা দেল রো শিরোপা জয়ের উৎসবে মেসি-নেইমার-সুয়ারেজদের সেই উৎসবে মাতোয়ারা হওয়ার মুহূর্তে আরও একজন সামিল হয়েছিলেন, তিনি ফ্রান্সের এই মিডিও জেরেমি ম্যাথিউ-ও।
এনরিকের প্রিয় শিষ্য জেরেমি এখন একজন ক্রীড়া সামগ্রীর দোকানে কর্মরত। সম্প্রতি সেই দোকানের পরচিয়পত্র লাগানো তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে হতবাক হয়েছেন ফুটবলপ্রেমীদের পাশাপাশি নেটিজেনরা-ও।
ফরাসি সংবাদপত্র সূত্রে খবর, জেরেমি এখন ওই ক্রীড়া সামগ্রীর দোকানের কর্মী। দোকানের যে অংশে ফুটবলের সামগ্রী বিক্রি করা হয়, সেখানেই কর্মরত রয়েছেন এককালে মেসি,নাইমারদের সঙ্গে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের অন্যতম দাবিদার জেরেমি। জেরেমি যে দোকানে কর্মরত রয়েছেন, সেই দোকানের নাম ‘ইন্টারস্পোর্ট।’ দোকানটি ফ্রান্সের একস আঁ প্রোভাঁস ও মার্শেই শহরে অবস্থিত।
মাত্র দুই বছর বার্সায় কাটিয়ে ২০১৭ জেরেমি পাড়ি জমান পর্তুগিজের ক্লাব স্পোর্টিং লিসবনে। এরপরই ঘটল অঘটন। মানে হাঁটুতে গুরতর চোটের কবলে পড়লেন ফ্রান্সের এই মিডিও। অনুশীলনের সময় বাঁ হাঁটুতে গুরুতর চোট লাগে তাঁর। আর এই চোটের কারণেই চিরদিনের মতো ফুটবলকে আলবিদা জানাতে হল জেরেমি-কে।