
Truth Of Bengal: প্রয়াত হলেন বক্সিং রিংয়ের কিংবদন্তী খেলোয়াড় জর্জ ফোরম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ফোরম্যান বক্সিং দুনিয়ায় বিখ্যাত হয়েছিলেন ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গলে’ মহম্মদ আলির সঙ্গে লড়াইয়ের জন্য। সেই কাহিনী এত বছর পরেও আজও ভুলতে পারেননি বক্সিংপ্রেমীরা। ফোরম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।
ফোরম্যানের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী ও কন্যা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জর্জ এডওয়ার্ড ফোরম্যান পরলোকগমন করেছেন। গত ২১ মার্চ তিনি আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে অজানা দেশে পাড়ি দিয়েছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমার মা যেমন একজন ভাল স্বামী হারালেন, ঠিক তেমনি আমি হারালাম একজন ভাল বাবাকে। বক্সিং জগতে তিনি কত বড় খেলোয়াড় ছিলেন, তা জানার জন্য তাঁর পরিসংখ্যানই যথেষ্ট।’
উল্লেখ্য, বক্সিং রিংয়ের ৮১টি ম্যাচে নেমেছিলেন ফোরম্যান। তার মধ্যে জয় পেয়েছেন ৭৬টি ম্যাচে। দুইবারের বিশ্বজয়ী ফোরম্যান বিশ্ব বক্সিংয়ের পাতায় প্রথম আলোকিত হন ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিক্স গেমসে। মাত্র ১৯ বছর বয়সে তিনি অলিম্পিকের হেভিওয়েট বিভাগে অংশগ্রহণ করেই জয় করেছিলেন স্বর্ণপদক। তবে পেশাদার বক্সিংয়ের রিংয়ে প্রবেশ করে মোট ৩৭টি ম্যাচে জয়ের নজির গড়েছিলেন ফোরম্যান।
এমনকি ফোরম্যান পরাজিত করেন জামাইকার কিংস্টোন খেতাবজয়ী বক্সার জো ফ্রেজিয়ারকে। সেই সময়ের অপরাজিত বক্সার ফ্রেজিয়ারের বিপক্ষে রিংয়ে নামতে চাইতেন না বিশ্বের অনেক খ্যাতনামা বক্সার-ই। কিন্তু সেই ফ্রেজিয়ারকে হারিয়েই বিশ্ব হেভিওয়েট বিভাগের শিরোপা জয় করেছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকবিহ্বল হয়ে গোটা বিশ্বের বক্সিং দুনিয়া।