খেলা

আইপিএল-এ নতুন নজির নাইটদের, পূর্ব-ভারত জুড়ে ট্রফি ট্যুর

Knights set new precedent in IPL, trophy tour across eastern India

Truth Of Bengal – আইপিএল-র আসরে এবার নতুন নজির গড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে দলের সমর্থকদের কথা চিন্তা-ভাবনা করেই এমন পরিকল্পনা নিয়েছেন নাইট টিম ম্যানেজমেন্ট। চলতি আইপিলএল শুরু হওয়ার আগেই গোটা পূর্ব ভারত জুড়ে ট্রফি ট্যুরের ব্যবস্থা করেছেন তারা। এর আগে আইপিএল-র ইতিহাসে আর কোনও ফ্র্যাঞ্চাইজি দল এমন উদ্যোগ গ্রহণ করেনি।

এবারে নাইটদের ট্রফি ট্যুর শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। অসমের রাজধানী গুয়াহাটি থেকে শুরু হবে এই ট্রফি ট্যুর। ১৬ তারিখ এই ট্রফি পৌঁছবে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। তারপর ২১ তারিখ পৌঁছবে ট্রফি পৌঁছবে শিল্পনগরী জামশেদপুরে। ২৩ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছবে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে। সেখান থেকে ২৮ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছবে সিকিমের রাজধানী গ্যাংটকে। সেখান থেকে ২ মার্চ ট্রফি নিয়ে আসা হবে শিলিগুড়িতে। এখানে ৫ দিন থাকার পর ৭ তারিখ আইপিএল ট্রফি পৌঁছে যাবে বিহারের রাজধানী পাটনায়। এরপর ৯ মার্চ দুর্গাপুর হয়ে ১২ মার্চ শহরে প্রবেশ করবে আইপিএল ট্রফি। এখানে থাকবে ১৬ তারিখ অবধি। শুধু ট্রফি জেতাই নয়, নাইট ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার জেতার সুযোগও।

Related Articles