খেলা

হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে মরিয়া নাইটরা

Knights desperate to exploit home field advantage against Hyderabad

Truth Of Bengal: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে মুম্বই ম্যাচে হারতে হয়েছিল নাইটদের। কাজেই হায়দরাবাদের বিপক্ষে পয়েন্ট টেবিলের নীচে থাকা নাইটদের কাছে এক কথায় ডু-অর-ডাই। এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো।

মহম্মদ শামি, প্যাট কামিন্সদের বিপক্ষে মাঠে নামার আগে নাইটদের মেন্টর জানান, ‘ইডেনের পিচ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ার। তবে এটাও বলছি, যে দল ভাল খেলবে, তারাই ম্যাচে শেষ হাসি হাসবে। ম্যাচের আগে মাঠের পিচের অবস্থা দেখেই আমরা আমাদের চূড়ান্ত দল ঠিক করব।’

দর্শকদের সমর্থন প্রসঙ্গে ব্র্যাভো জানান, ‘আমি আশা করব হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বিপুল সংখ্যক নাইট দর্শক মাঠে এসে আমাদের সমর্থন করবেন। ঘরের মাঠে খেলার এটাই তো একটা বাড়তি সুবিধা।’ এদিকে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ইডেনের পিচ থেকে বল টার্ন করানোর ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি তৈরি রাখা হয়েছে দুটি পিচ-ও। শোনা যাচ্ছে, দুটি পিচ-ই খেলা হবে। একটি পিচে ঘাস থাকলেও অপরটি একেবারে পরিষ্কার। কিন্তু এতেও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে নাইটদের। তবে অনেক প্রাক্তন খেলোয়াড়ের মতে, এই ইডেনেই আরসিবি ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়াকে সামলাতে পারেননি নাইট ব্যাটাররা। তাহলে অ্যাডাম জাম্পার মতো বোলারকে কিভাবে সামলাবেন নাইট ব্যাটাররা তা সময়ই বলবে।

Related Articles