খেলা

কেকেআরের অধিনায়ক পদে বদল হবে!

KKR's captaincy will change

The Truth of Bengal: আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টুর্নামেন্ট। এর আগে দল গোছাতে শুরু করে দিয়েছে কেকেআর শিবির , দলের অধিনায়ক হিসেবে শ্রেয়স  কামব্যাক করেছেন। শ্রেয়সকে আফগানিস্তান সিরিজে রাখা হয়নি। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাকে নিয়ে বেশ কিছু জল্পনা চলছে।

মনে করা হচ্ছে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে শ্রেয়স আইআরকে। গত মরসুমে ছুটিরকারণে আইপিএল টুর্নামেন্ট খেলতে পারেননি শ্রেয়স তার জায়গায় নীতিশ  খেলেছেন কেকেআরের হয়ে । দলগুছিয়ে সব কিছু তৈরি হয়ে গেলেও আসন্ন টুর্নামেন্টের আগে শ্রেয়সকে হয়তো অধিনায়কত্বের পথ থেকে সরিয়ে দিতে পারে কে কে আর এমনটাই জল্পনা চলছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তার গা ছাড়া মনোভাবে একাধিক প্রশ্ন রয়েছে। সে কারণেই আফগানিস্তান সিরিজে তাকে রাখা হয়নি  বলেই খবর।

বিশ্বকাপেও তাকে হয়তো দেখা যাবে না এমনটাই খবর। বিসিসিআইয়ের মতে মত মিলিয়ে এবার কেকেআর তার অধিনায়কের পর থেকে হয়তো সরিয়ে দেবে এই খেলোয়ারকে। দীর্ঘদিনের ট্রফির খরা কাটিয়ে উঠতে মরিয়া কেকেআর এবার বেশ নজর দিয়েছে দলের দিকে । ফিরে এসেছে গৌতম গম্ভীর সবকিছু ঠিকঠাক অবস্থায় চললেও এবার যদি শ্রেয়সকে ছাড়িয়ে দেয় তাহলে তা বিরাট ভুল হবে বলেই মনে করছে ক্রিকেট প্রেমীরা।

Related Articles