খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার নিউজিল্যান্ডের

AUSTRALIA

The Truth of Bengal: ধর্মশালায়  প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়া করতে নেমেছিল নিউজিল্যান্ড। শেষ ২ বলে ৭ রানের সমীকরণ মেলাতে না পেরে ৫ রানে হেরেছে টম ল্যাথামের দল। হারের পর কিউই অধিনায়ক ল্যাথাম বলেছেন, চারশ রানের কাছাকাছি তাড়া করতে নেমে নিখুঁত ক্রিকেট খেলার প্রয়োজন ছিল। তবে জয়ের খুব কাছে গিয়েও জিততে না পারার কষ্টও স্বীকার করেছেন ল্যাথাম।ম্যাচ শেষে  ল্যাথাম বলেন, ‘দারুণ একটা ক্রিকেট ম্যাচ। ১০০ ওভারে অনেক উত্থান–পতন ছিল।

অবশ্যই এত কাছে গিয়েও হারায় কষ্ট লাগছে।’ ৫০ ওভারে খেলে ৯ উইকেটে ৩৮৩ রানে থেমেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান দরকার ছিল কিউইদের। মিচেল স্টার্কের ৫ ওয়াইড আর জিমি নিশাম-ট্রেন্ট বোল্টদের তিনটি ডাবলসে সমীকরণটা নেমে আসে ২ বলে ৭ রানে। এখান থেকে শেষ বলে ছয়ের হিসাব মেলাতে পারেননি লকি ফার্গুসন।

ল্যাথাম বলেছেন, ‘চার শর কাছাকাছি রান তাড়া করতে নামলে নিখুঁত ক্রিকেট খেলতে হয়।’নিউজিল্যান্ডের হয়ে ৮৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। তাঁর ও অন্য খেলোয়াড়দের প্রশংসা করে ল্যাথাম বলেছেন, ‘রাচিন দুর্দান্ত ব্যাট করেছে। তাড়া করতে নেমে অন্যতম সেরা ইনিংস। লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারাটা বিশেষ কিছু ছিল। সতীর্থদের নিয়ে তিনি গর্বিত।’

Free Access

Related Articles