খেলা
Trending

জুয়ার বিজ্ঞাপন করছেন কিং কোহলি! এ বার ডিপফেকের শিকার বিরাট

King Kohli is advertising gambling! This time the victim of deepfake is great

The Truth Of Bengal: কিছুতেই কমছে না ডিপফেক এর আতঙ্ক। জুয়ার বিজ্ঞাপনে বিরাটকে দেখে চমকে উঠেছেন অনেকে। তবে এই বিজ্ঞাপন আসল নয়। প্রথমে রশ্মিকা মান্দানা, তারপর আলিয়া, ক্যাটরিনা, কাজল। আর এবার ডিপফেকের শিকার হলেন কিং কোহলি। প্রযুক্তির অপব্যবহার করে বিরাটের মুখের ছবি ব্যবহার করে একটি জুয়া সংস্থার বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।

শুধু বিরাট একা নন, সেই বিজ্ঞাপনে এক সংবাদ পরিবেশকের ছবিও ব্যবহার করা হয়েছে। ক্রিকেট থেকে আপাতত দূরে বিরাট। অনুমান করা হচ্ছে তিনি এখন নিজের পরিবারের সাথে রয়েছেন। আপাতত পুত্র সন্তানে পরিপূর্ণ বিরাট। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বিরুষ্কা।

প্রসঙ্গত, রশ্মিকার যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ডিপফেক কাণ্ডের মূল অভিযুক্তকে এক মাস আগে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাতেও এই ধরনের অপরাধকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বিভিন্ন উপায়ে পরিচিত মুখদের ব্যবহার করে কার্যসিদ্ধি করতে চাইছেন অনেকে।

উল্লেখ্য বেশ কিছুদিন আগে সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে শুভমনের ছবি ডিপফেক করে ব্যবহার করা হয়েছিল। সেই সময় বিশিষ্ট খেলোয়াড় সচিন তেন্ডুলকর সমাজমাধ্যমে লিখেছিলেন, “সমাজমাধ্যমের আরও সজাগ হওয়া উচিত। এই ধরনের ছবি যারা ছড়িয়েছেন, তাঁদের দ্রুত শাস্তি হওয়া উচিত।”

FREE ACCESS

Related Articles