
Truth Of Bengal: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হওয়ার পর বিদেশ সফরে বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই ফতোয়াতে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল ৪৫ দিনের বিদেশ সফরে ১৫ দিনের জন্য পারিবারিক সদস্যদের ক্রিকেটারদের সঙ্গে থাকার অনুমতি দেয়। কিন্তু তার পরই বোর্ডের এই নির্দেশিকার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
সেই প্রসঙ্গে বিরাট বলেছিলেন, ‘যদি কোনও খেলোয়াড়কে জিজ্ঞসা করা হয়, তুমি কি চাও, তোমার পরিবার তোমার পাশে থাকুক? উত্তরে সে চোখ-কান বুজে একটাই কথা বলবে অবশ্যই। আমি দিনের শেষে মাঠ থেকে ঘরে ফিরে একা একা থাকতে পারব না। আমি স্বাভাবিক থাকতে চাই। তাই আমার পরিবারকে আমার পাশে দরকার।’
এবার কোহলির এই প্রতিবাদকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। গ্র্যান্ড থর্নটন গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কপিল জানান, ‘খেলোয়াড়দের পাশে তাঁদের পরিবারের সদস্যদের থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের সময়েও আমরা বিদেশ সফরে গিয়ে প্রথম দিকে ক্রিকেটে মনোনিবেশ করার চেষ্টা করতাম। তারপর সফরের দ্বিতীয়ার্ধে আমাদের পরিবারকে নিয়ে আসতাম।’