জেসি মুখার্জি ক্রিকেটে জয় মোহনবাগান জয় পেলও হার ইস্টবেঙ্গলের
JC Mukherjee wins in cricket, Mohun Bagan wins but East Bengal loses

Truth of Bengal: জেসি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেটে জয় পেল মোহনবাগান। ক্যালকাটা কাস্টমসকে ৮ উইকেটে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ৯৬ রান করে কাস্টমস। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সবুজ-মেরুন ক্রিকেটাররা। মোহনবাগানের হয়ে বল হাতে ১৯ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন প্রকাশ কুমার দে এবং বিবেক সিং। এঁদের পাশাপাশি ব্যাট হাতে ১৯ বল খেলে মূলব্যান ৩৮ রান করেন মেহুল চৌধুরি।
এদিন মোহনবাগান জয়ের মুখ দেখলেও একই টুর্নামেন্টে ভবানীপুরের কাছে ৮ উইকেটের ব্যবধানেই হারতে হয় ইস্টবেঙ্গলকে। প্রথমে ব্যাট করে লাল-হলুদ ব্রিগেডের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ভবানীপুরের দূরন্ত ব্যাট করেন ঋত্ত্বিক রায়চৌধুরি এবং জয়জিৎ বসু। ঋত্ত্বিক ৪১ রানে অপরাজিত থাকলেও জয়জিৎ আউট হন ৪০ রানে। বল হাতে ভবানীপুরের হয়ে বল হাতে ২৩ রানের বিনিময়ে একাই চার উইকেট নেন মনু কুমার। ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জেসল কারিয়া।
এছাড়া টুর্নামেন্টের অপর ম্যাচগুলিতে জয় হাসিল করে টাউন ক্লাব, বরিষা স্পোর্টিং এবং ইউনাইটেড ক্লাব। টাউন ক্লাব ৭ উইকেটে হারায় তপন মেমোরিয়ালকে, বরিষা স্পোর্টিং ৫ উইকেটে হারায় কালীঘাট ক্লাবকে এবং ইউনাইটেড ক্লাব ১৭ রানে হারায় খিদিরপুরকে।